এমসি কলেজে নববধূকে ধর্ষণ: পেছালো চার্জশিট

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার চার্জশিট গঠন পিছিয়ে। আজ রবিবার (১০ জানুয়ারি) চার্জশিট গঠনের দিন ধার্য থাকলেও আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে আগামী ১৩ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করেছেন আদালত।

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী এই আদেশ দেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় মামলার আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক দুই দিন বাড়িয়ে চার্জশিট গঠনের শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন। এই সময় ধর্ষণ মামালার আসামি তারেকুল ইসলাম তারেকের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ভুক্তভোগীর স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে আট জনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ৪ জানুয়ারি আদালতে আসামিদের উপস্থিতিতে চার্জগঠনের তারিখ নির্ধারিত হয় ১০ জানুয়ারি। শাহপরাণ থানায় ভিকটিমের স্বামীর করা ওই মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়। এই পর্যন্ত মামলার ছয় জন এজাহারভুক্ত আসামিসহ আট জন গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন:

এমসি কলেজে ধর্ষণ: দায় স্বীকার করেছে সাইফুর-অর্জুন-রবিউল

এমসি কলেজে ধর্ষণ: ৬ আসামির ডিএনএ সংগ্রহ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: আদালতে ঘটনার বর্ণনা দিয়েছে ৩ আসামি

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: প্রধান আসামি সাইফুর গ্রেফতার

গ্রেফতার এড়াতে দাড়ি কেটে ফেলে সাইফুর, ভারতে পালাতে চেয়েছিল অর্জুন

প্রশ্নবিদ্ধ এমসি কলেজের তদন্ত কমিটি, বহাল তবিয়তে হোস্টেল সুপার

আমরা কোনও অপরাধ করি নাই, ঘটিয়েছে ওরা তিন জন: আদালতে সাইফুর ও অর্জুন

এমসি কলেজে পর্যাপ্ত নিরাপত্তা নেই: তদন্ত কমিটি

চুল-দাড়ি কেটেও পার পেলো না ধর্ষণে অভিযুক্ত তারেক!

প্রাইভেট কারেই ধর্ষণ করা হয় ওই গৃহবধূকে 

এমসি কলেজের ছাত্রাবাসের দুই নিরাপত্তাকর্মী বরখাস্ত 

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: ছাত্রলীগ কর্মীদের শাস্তি চায় আ.লীগ

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ, ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে মামলা

এমসি কলেজ ছাত্রাবাসে আটকে রাখা দম্পতিকে উদ্ধার করলো পুলিশ

কলেজ বন্ধ, তারপরও শিক্ষার্থী ছিল এমসি কলেজের ছাত্রাবাসে