রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা

দুর্ঘটনার কবলে পড়া ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করা হয়েছে দাবি করেছেন ইরানের এক সামরিক কমান্ডার। রবিবার রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে ওই আঞ্চলিক কমান্ডারকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। অপর এক অজ্ঞাত ইরানি কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, তারা সুসংবাদের প্রত্যাশা করছেন।

রবিবার (১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না বলেও জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

খবরে বলা হয়েছে, সামরিক ক্রুরা বিধ্বস্ত হেলিকপ্টারের অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছেন। পূর্ব আজারবাইজান প্রদেশের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক আঞ্চলিক কমান্ডার জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টার ও এক ক্রু সদস্যের মোবাইল ফোন থেকে একটি সংকেত পাওয়া গেছে।

আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি

তিনি বলেছেন, সামরিক বাহিনী সেই স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করছি, ভালো খবর পাওয়া যাবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, ‘সংকেত পাওয়ার পর বিশেষায়িত উদ্ধারকর্মীদের কয়েকটি দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করছে।’

তিনি বলেছেন, প্রেসিডেন্টের বিষয়ে কোনও তথ্য আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না। জোরদার অনুসন্ধান অব্যাহত আছে।

অজ্ঞাত ওই কর্মকর্তা আরও বলেছেন, আমাদের একটি সংবিধান রয়েছে। যার আলোকে দেশ পরিচালিত হয়। সম্ভাব্য যেকোনও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। 

প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন রাইসি। রাষ্ট্রীয় টেলিভিশনে সফরের ভিডিও প্রকাশ করা হয়েছে।

দুর্ঘটনার এলাকায় আইআরজিসির প্রধান 

যেখানে অনুসন্ধান ও তল্লাশি অভিযান চলছে সেখানে হাজির হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসার, আইআরজিসির শীর্ষ কমান্ডারদের সঙ্গে মন্ত্রীরা, প্রথম ভাইস প্রেসিডেন্ট ও স্থানীয় কর্মকর্তাদের দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে একটি বৈঠক চলছে।

মধ্যরাতেও চলছে অনুসন্ধান

পাহাড়ি, দুর্গম ও প্রত্যন্ত দুর্ঘটনাস্থল এলাকায় স্থানীয় সময় রবিবার রাত ১২টার দিকেও অনুসন্ধান চলছে। রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় ১০ ঘণ্টা পার হয়েছে। দিনের আলোতেও ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। রাত বাড়তে থাকায় তীব্র শীত প্রতিবন্ধকতা আরও বাড়াচ্ছে। 

দুর্ঘটনাস্থল থেকে সবচেয়ে কাছের শহর তাবরিজের তাপমাত্রা রাতে কম থাকবে। দুর্গম পাহাড়ি এলাকার তাপমাত্রার তথ্য পাওয়া কঠিন।  সিএনএন-এর আবহাওয়াবিদের মতে, রাতে তাপমাত্রা হিম শীতলের কাছাকাছি পৌঁছাতে পারে।

আরও পড়ুন:

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া

যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া

বিধ্বস্ত হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে: ইরানি টেলিভিশন

ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ

রাইসির জন্য খামেনির প্রার্থনা

ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান