রাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থীর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ ৭ দফা দাবি জানিয়ে কর্মসূচি স্থগিত করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালককে গ্রেফতার, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের প্রত্যাহার, ক্যাম্পাসের রাস্তাগুলো সংস্কার এবং সব জায়গায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধ করা, রাত ১২ টার পর মালামালের গাড়ি চলাচল, নিহতের পরিবারের অন্তত একজনকে চাকরি দেওয়া ও ক্যাম্পাসের তিনটি ফটকে তিনটি ওভারব্রিজ তৈরি করা।

উপাচার্য মঙ্গলবার রাত পৌনে ২ টায় (২ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের সাত দফা লিখিত দাবি গ্রহণ করে বাসভবনে প্রবেশ করেন। এর আগে, তিনি ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অব্যাহতি দেওয়ার কথা জানান। পরে রাত ২ টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, উপচার্য শিক্ষার্থীদের দাবিগুলো নিয়েছেন। বুধবার বিকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন। শিক্ষার্থীরাও এ কথায় রাজি হয়েছেন।  তারা আন্দোলন স্থগিত করেছেন।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আমরা সকাল ১০টায় শহীদ মিনারে মিলিত হবো। হিমেলের জানাজার আগে তার ক্ষতিপূরণের টাকা দিতে হবে।  

রাত দুইটার দিকে চারুকলার শিক্ষার্থী শাকিলা খাতুন বলেন, ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হিমেলের লাশ ক্যাম্পাস থেকে নিয়ে যেতে দেওয়া হবে না।

 

আরও পড়ুন:

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মধ্যরাতে রাবি প্রক্টরকে প্রত্যাহার

রাবি শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছাড়লো পুলিশ

সহপাঠী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি শিক্ষার্থী নিহত, ৫ ট্রাকে আগুন