বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আজ শুক্রবার (১৪ জুন) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সাধারণত বাজেট পেশের পর অর্থমন্ত্রী এ সংবাদ সম্মেলন করেন। তবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় এবার বাজেট নিয়ে প্রধানমন্ত্রী নিজেই সংবাদ সম্মেলন করবেন বলে তার কার্যালয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো তার দৈনন্দিন কাজের সূচিতেও সংবাদ সম্মেলনের বিষয়টি উল্লেখ আছে।

প্রসঙ্গত, অর্থমন্ত্রী অসুস্থ হয়ে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার বাজেট পেশ করার জন্য হাসপাতাল থেকে সরাসরি জাতীয় সংসদে যান তিনি। বাজেট উপস্থাপনের সময়ও তিনি অসুস্থ ছিলেন। এমনকি বাজেট বক্তব্য কিছুটা পড়ে বাকিটা পড়ার জন্য একটু সময় নেন। কিন্তু অসুস্থতার কারণে পরে আর তিনি বাজেট উপস্থাপন করতে পারেননি। পরে অর্থমন্ত্রীর হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাজেট পেশ করেন।

 

আরও পড়ুন...
অর্থ ব্যয় হবে যেভাবে

দিস ইজ নিউ ট্র্যাডিশন: মুহিত

অর্থ আসবে যেসব খাত থেকে

এই বাজেট ঋণনির্ভর: আমীর খসরু

বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত লেনদেন ভ্যাটমুক্ত

সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসনে, কম শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে

বাজেটকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দ মিছিল

জিডিপির আকার ২৮ লাখ ৮৫ হাজার ৮৭২ কোটি টাকা

ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১ হাজার ৩৩৮ কোটি টাকা

ডাক ও টেলিযোগাযোগে বরাদ্দ সাড়ে ৩ হাজার কোটি টাকা

নির্বাচনি ইশতেহারের আলোকে এই বাজেট অসম্পূর্ণ: সিপিডি

মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়বে ২ হাজার টাকা

যেসব পণ্যের দাম বাড়তে পারে, কমতে পারে

সুনীল অর্থনীতিতে জিডিপি বাড়বে ২ শতাংশ

প্রতিরক্ষায় বরাদ্দ ৩২ হাজার ৫২০ কোটি টাকা

দাম বাড়বে স্মার্টফোনের

অর্থমন্ত্রী অসুস্থ, বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী