ভাস্কর্য ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকার মন্ত্রী

কুষ্টিয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আসলে এটি একটি দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে এটি লক্ষ্য করছে এবং এটি দুঃখজনক।’
রবিবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
বিষয়টি সামগ্রিক সংকট নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘একটা ঘটনা যেহেতু ঘটেছে সেহেতু এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনাই বলবো। এখানে তো সমগ্র মানুষ অংশগ্রহণ করে নাই। পুরো জাতির সেন্টিমেন্ট তো আপনারা দেখছেন, আমি দেখছি। গোটা জাতির সেন্টিমেন্ট হলো বঙ্গবন্ধুর মর্যাদা রক্ষা করা, তাকে স্মরণে রাখা।’

ঘটানাটি দুঃখজনক জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে ভালো আছে। সেটা বঙ্গবন্ধুর অবদানের কারণে, তার দর্শনের কারণে, বঙ্গবন্ধুর ত্যাগের কারণে। এখন আমরা যদি তার সম্মান রক্ষা না করতে পারি তাহলে সেটা খুবই দুঃখজনক। বঙ্গবন্ধুকে অপমান করলে তার কিছু হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য। বঙ্গবন্ধুর হত্যার কারণে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে তার নেতৃত্বে বাংলাদেশ ২০০০ সালেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো।’

হেফাজতে ইসলামির বিষয়ে সরকারের সিদ্ধান্ত ভুল ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা গভীরে গিয়ে দেখার বিষয় নয়। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর প্রতি যথাযোগ্য মর্যাদা দেয় এবং সম্মান আছে। আমার মনে হয় না এটাকে নিয়ে নতুন করে আলোচনা করার প্রয়োজন আছে।’

মো. তাজুল ইসলাম আরও বলেন, ‘বিভিন্নভাবে কথা বলা যাবে। আমরা কে কোন দল করি না করি তার চেয়ে বড় পরিচয় সবাই বাংলাদেশের নাগরিক। সকল নাগরিককে সরকার যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করি। এটি বঙ্গবন্ধুর দর্শন। এটাকে কেউ অপব্যবহার করলে আমার মনে হয় আওয়ামী লীগের তার দর্শন থেকে সরে যাওয়া ঠিক হবে না।’

আরও পড়ুন...
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নিন্দা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিষয়ে যে তথ্য পেয়েছে পুলিশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িত মাদ্রাসার দুই শিক্ষক ও ছাত্র

বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

ভাস্কর্য ইস্যুতে যে সুপারিশ করেছে সংসদীয় কমিটি

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাস্তায় চলচ্চিত্র শিল্পী-কুশলী

ভাস্কর্য ভাঙা কোনও আলেমের দায়িত্ব নয়: মাওলানা আশরাফ

ভাস্কর্যবিরোধীদের ওপর রাজাকারের প্রেতাত্মা ভর করেছে: ব্যারিস্টার সুমন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় জাসদের বিক্ষোভ

ওয়াজ মাহফিলে রাজনৈতিক আলোচনা করলে প্রতিহতের নির্দেশ ছাত্রলীগের

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের নিন্দা: আলেমদের সতর্ক হওয়ার আহ্বান গাণির

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে দেশের ওপর হামলা: হানিফ

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল বঙ্গবন্ধু এভিনিউ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে ববিতে মানববন্ধন

সিসিটিভি ফুটেজে শনাক্ত ভাস্কর্য ভাঙচুরকারীরা (ভিডিও)

অনেক হয়েছে, এবার থামুন: ওবায়দুল কাদের

রাতে মাদ্রাসা থেকে বেরিয়ে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না’