X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি

রাবি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২০, ১৬:৩৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২০:৩৯

শিক্ষকদের মানববন্ধন কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তারা।

রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায়  বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা ও কটুক্তির প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সৌদি আরব, তুরস্ক, মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশে ভাস্কর্য রয়েছে। পাকিস্তানে জিন্নাহ্ ভাস্কর্য রয়েছে তাতে ধর্মের কোনও সমস্যা হচ্ছে না। কেবল বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে সমস্যা? একাত্তরের পরাজিত শক্তিই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা করছে। এরা স্বাধীন বাংলাদেশে বিশ্বাসী নয়। কারণ বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই সুতায় গাঁথা।

কর্মসূচিতে বক্তারা আরও বলেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। কিন্তু উগ্র মৌলবাদীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব ধর্ম ব্যবসায়ীদের এখনই রুখে দিতে হবে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে করতে হবে। অন্যথায় দেশে ধর্মীয় উগ্রবাদ মাথা ছাড়া দিয়ে উঠবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। কর্মসূচি থেকে বক্তারা মুজিববর্ষ উপলক্ষে রাবি ক্যাম্পাসে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণেরও দাবি জানান।  

পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রির্সোস ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক আব্দুল গনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক আবু বক্কর, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সরকার সুজিত কুমার, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।   

ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এদিকে, একই ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন দুপুর ১২টার দিকে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন...
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নিন্দা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিষয়ে যে তথ্য পেয়েছে পুলিশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িত মাদ্রাসার দুই শিক্ষক ও ছাত্র

বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

ভাস্কর্য ইস্যুতে যে সুপারিশ করেছে সংসদীয় কমিটি

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাস্তায় চলচ্চিত্র শিল্পী-কুশলী

ভাস্কর্য ভাঙা কোনও আলেমের দায়িত্ব নয়: মাওলানা আশরাফ

ভাস্কর্যবিরোধীদের ওপর রাজাকারের প্রেতাত্মা ভর করেছে: ব্যারিস্টার সুমন

ভাস্কর্য ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় জাসদের বিক্ষোভ

ওয়াজ মাহফিলে রাজনৈতিক আলোচনা করলে প্রতিহতের নির্দেশ ছাত্রলীগের

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের নিন্দা: আলেমদের সতর্ক হওয়ার আহ্বান গাণির

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে দেশের ওপর হামলা: হানিফ

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল বঙ্গবন্ধু এভিনিউ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে ববিতে মানববন্ধন

সিসিটিভি ফুটেজে শনাক্ত ভাস্কর্য ভাঙচুরকারীরা (ভিডিও)

অনেক হয়েছে, এবার থামুন: ওবায়দুল কাদের

রাতে মাদ্রাসা থেকে বেরিয়ে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না’

  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের