X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ১৯:২৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২০:৩৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানীতে মিছিল কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও বন্ধুপ্রতিম সংগঠন। এতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার ও শাস্তির দাবি করা হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়সহ শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে যুব লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগেও প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সব মিছিল সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা একং ভাস্কর্য নির্মাণের বিরোধীতার প্রতিবাদে আয়োজিত এ সব কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে গোটা বঙ্গবন্ধু অ্যাভিনিউয় উত্তপ্ত হয়ে উঠে।

রবিবার বেলা ৩টায় যুবলীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এই সমাবেশ থেকে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী বিএনপি-জামায়তের ইন্দনে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়। সমাবেশ থেকে যুবলীগের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশ থেকে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি এই অপশক্তিকে প্রতিহত করতে যুবলীগ রাজপথে থাকার ঘোষণা দেয়। এ সময় যুবলীগের সমাবেশ থেকে সংগঠনের নেতাকর্মীদের পাড়া, মহল্লা, মসজিদ, মাদ্রাসায় বসে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী কোনও অপতৎপরতায় লিপ্ত হয় কিনা সেদিকে লক্ষ রাখার নির্দেশ দেওয়া হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুলিস্তান, নুর হোসেন স্কয়ার, পুরানা পল্টন মোড় প্রদক্ষিণ করে। এর পর মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

একই সময় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে স্বেচ্ছাসেবক লীগ। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পাশপাশে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এছাড়া আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে কৃষক লীগ। সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে মিছিল বের করেন। এ সময় যুব মহিলা লীগের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন।

বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের পাশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করে শাহাবাগ থানার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন। এই সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউয় ও গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে।

এছাড়া মহিলা লীগ, যুব মহিলা লীগও অনুরূপ কর্মসূচি পালন করে। ছাত্রলীগ একই ধরনের কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। প্রতিটি সংগঠনের কর্মসূচিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রবিবার রাজধানী অনেকটাই হয়ে ওঠে বিক্ষোভের নগরী।

 

আরও পড়ুন...
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নিন্দা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিষয়ে যে তথ্য পেয়েছে পুলিশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িত মাদ্রাসার দুই শিক্ষক ও ছাত্র

বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

ভাস্কর্য ইস্যুতে যে সুপারিশ করেছে সংসদীয় কমিটি

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাস্তায় চলচ্চিত্র শিল্পী-কুশলী

ভাস্কর্য ভাঙা কোনও আলেমের দায়িত্ব নয়: মাওলানা আশরাফ

ভাস্কর্যবিরোধীদের ওপর রাজাকারের প্রেতাত্মা ভর করেছে: ব্যারিস্টার সুমন

ভাস্কর্য ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় জাসদের বিক্ষোভ

ওয়াজ মাহফিলে রাজনৈতিক আলোচনা করলে প্রতিহতের নির্দেশ ছাত্রলীগের

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের নিন্দা: আলেমদের সতর্ক হওয়ার আহ্বান গাণির

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে দেশের ওপর হামলা: হানিফ

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল বঙ্গবন্ধু এভিনিউ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে ববিতে মানববন্ধন

সিসিটিভি ফুটেজে শনাক্ত ভাস্কর্য ভাঙচুরকারীরা (ভিডিও)

অনেক হয়েছে, এবার থামুন: ওবায়দুল কাদের

রাতে মাদ্রাসা থেকে বেরিয়ে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না’

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ