ঢাকায় ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

আসন্ন ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক সমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবাহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য দূতাবাস। এ কারণে মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক ট্রাভেল অ্যাডভাইজরিতে ব্রিটিশ নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিভাগীয় মহাসমাবেশ করার ডাক দিয়েছে বিএনপি। তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে। তবে জনগণের চলাচল বিঘ্নিত হতে পারে যুক্তিতে ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। বিএনপির পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি দিতে অনড়। কোনোভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না পুলিশ।

এদিকে সমাবেশের নামে বিএনপি কোনও ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। 

আরও পড়ুন- 

অনুমতি নেই এমন জায়গায় বিএনপিকর্মীদের জড়ো হতে দেবে না ডিএমপি

বিএনপির গণসমাবেশ: ব্যস্ততা বেড়েছে পল্টন থানায়

 

‘বাড়াবাড়ি করলে হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে বিএনপি’

১০ তারিখের সমাবেশের দিকে দেশবাসী তাকিয়ে আছে: মির্জা ফখরুল

ঝুলে আছে ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, কার্যালয়ের আশেপাশে স্থান চায় বিএনপি

সাক্ষাতে আইজিপিকে যা জানালো বিএনপি প্রতিনিধি দল

সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউতে আবেদনের কথা মিথ্যা: মির্জা আব্বাস

নানা ছক আঁকছে ডিএমপি, আজ থেকে মাঠে র‌্যাব

নয়া পল্টনে সমাবেশের অনুমতি চেয়ে দুই বার চিঠি দিয়েছে বিএনপি

দৃশ্যমান উত্তাপ থাকলেও পরিস্থিতি শান্ত রাখতে তৎপর আ.লীগ-বিএনপি

নতুন কর্মসূচি ঘোষণা দেবেন মির্জা ফখরুল: ১০ ডিসেম্বর রাষ্ট্র সংস্কারের রূপরেখা জানাবে বিএনপি

নতুন বছরের শুরুতেই যুগপৎ আন্দোলনে যাচ্ছে বিএনপি

ডেডলাইন ১০ ডিসেম্বর: কী ঘোষণা দেবে বিএনপি?