ময়ূর-২ লঞ্চের দুই চালক গ্রেফতার

ময়ূর-২ লঞ্চবুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবি ও যাত্রী নিহতের মামলায় ময়ূর-২ লঞ্চের চালক শাকিল ও শিপনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাদের রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ফরিদা পারভীন।

এসপি ফরিদা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের গোয়েন্দা ইউনিট তাদের গ্রেফতার করে।

নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘ময়ূর-২ লঞ্চের এই দুই চালক এজাহারভুক্ত আসামি।’

গত ২৯ জুন সকাল ১০টায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চ ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চ থেকে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

ময়ূর-২ লঞ্চের মালিক ও চালক কোথায়?

মর্গের সামনে স্বজনদের আহাজারি

স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বুড়িগঙ্গার তীর

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ৩০ লাশ উদ্ধার

লাশ তুলে শেষ করতে পারছেন না ডুবুরিরা

‘ছোট দুর্ঘটনা’ অবহেলা করায় বড় দুর্ঘটনা

পোস্তগোলা ব্রিজে আটকে গেছে উদ্ধারকারী জাহাজ

সিসিটিভি ফুটেজে দুর্ঘটনা: মুহূর্তে তলিয়ে যায় ‘মর্নিং বার্ড’

লঞ্চডুবি: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক