জ্বালানির মূল্যবৃদ্ধি: বিআরটিএ’র সঙ্গে বৈঠকে গণপরিবহন মালিকরা

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া বাড়িয়ে সমন্বয় করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেছেন গণপরিবহনের মালিক সমিতির শীর্ষ নেতারা।

শনিবার (৬ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ের বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ওসমান আলী, ঢাকা সড়ক পরিবহন মালিকসহ পরিবহন শ্রমিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: