X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ২০:১৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২০:১৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি কাউন্সিল স্থাপনের লক্ষ্যে শিল্পোন্নত দেশগুলোর মান অবকাঠামো ও বিদ্যমান আইন সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের জন্যই তার এই সফর। আগামী ২১ এপ্রিল সকালে ঢাকা থেকে রওনা দেবেন তিনি।
এ সফরে শিল্পমন্ত্রীর নেতৃত্বে থাকবে ছয় সদস্যের প্রতিনিধি দল। তারা হলেন: পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ভারপ্রাপ্ত সচিব মো. মফিজুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি অ্যান্ড টেকনিক্যাল রেগুলেটরি কাউন্সিল প্রকল্পের উপ-পরিচালক মু. আনোয়ারুল আলম, শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুল হাসান ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ কিরণ।
সফরকালে রাশিয়ার ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেশন অ্যান্ড মেট্রোলজি পরিদর্শন এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিনিধি দলের সদস্যরা। জার্মানিতে জার্মান অ্যাসোসিয়েশন ফর কোয়ালিটি ও জার্মান ইনস্টিটিউট ফর স্ট্যান্ডাডাইজেশন এবং যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন ও ডিপার্টমেন্ট ফর বিজনেস এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটিজি পরিদর্শন করবেন তারা।
এসব কারিগরি মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে প্রতিনিধি দলটি। পাশাপাশি তারা দেশগুলোর কারিগরি নিয়ন্ত্রণ আইন বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বাস্তবায়ন কৌশল সম্পর্কে বাস্তব ধারণা নেবেন।
প্রসঙ্গত, বাংলাদেশি শিল্প পণ্যের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে ইউনিডোর সহায়তায় ‘বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্স প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় প্রণয়ন করা হয়েছে ‘জাতীয় গুণগতমান (পণ্য ও সেবা) নীতি-২০১৫’। এ নীতির সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে।

পাশাপাশি জাতীয় পর্যায়ে গুণগতমান নিয়ন্ত্রণের জন্য কারিগরি নিয়ন্ত্রণ আইন প্রণয়ন, জাতীয় গুণগতমান অবকাঠামোকে আঞ্চলিক ও আন্তর্জাতিকমানে উন্নীতকরণ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি পর্যায়ে গুণগতমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির যৌথ উদ্যোগ নেওয়া হবে। এসব লক্ষ্য অর্জনে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি অ্যান্ড টেকনিক্যাল রেগুলেটরি কাউন্সিল’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এ প্রকল্পের আওতায় শিল্পমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলটির সফর থেকে প্রাপ্ত জ্ঞান ও সুপারিশ বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি নিয়ন্ত্রণ কাউন্সিল স্থাপন, মান নিয়ন্ত্রণ বিষয়ক আইন প্রণয়ন এবং জাতীয় গুণগতমান অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। আগামী ৪ মে আমির হোসেন আমু ও তার প্রতিনিধি দলের সদস্যদের দেশে ফেরার কথা রয়েছে।

/এসআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার