X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৬:৫৪আপডেট : ০১ জুন ২০১৭, ১৮:০৩

জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বাস্থ্যখাতে প্রস্তাবিত মোট বরাদ্দ ২৭ হাজার ২৪১ কোটি টাকা। এরমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য ১৬ হাজার ২০৩ কোটি টাকা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য চার হাজার ৪৭৬ কোটি টাকা। গত অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ১৪ হাজার ৮২৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (১ জুন) ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট বক্তৃতায় এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। বেলা দেড়টা থেকে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে জানান, ৪৩ হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে মা ও শিশুর জন্য উন্নত স্বাস্থ্যসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও উন্নত প্রজনন স্বাস্থ্য, বিশেষায়িত স্বাস্থ্যসেবা, সংক্রামক ও অসংক্রামক ব্যাধি এবং জলবায়ু পরিবর্তনজনিত নতুন রোগ নিয়ন্ত্রণ, পুষ্টিমানসম্পন্ন নিরাপদ খাদ্য এবং মানবসম্পদ উন্নয়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ‘এই বাজেট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বাজেট। স্বাস্থ্য খাতকে প্রধান্য দিয়ে দরিদ্র, গ্রামীণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পর্যায়ক্রমে নতুন কমিউনিটি ক্লিনিক চালু এবং মাতৃ-স্বাস্থ্য ভাউচার কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে সরকার ১৩ হাজার ৩৩৯টি কমিউনিটি ক্লিনিক চালু করেছে। আরও ৩৯২টি কমিউনিটি ক্লিনিক চালুর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, টেলিমিডিসিন সেবাকেন্দ্রের সংখ্যা ৪৩টি করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের টেলিমেডিসিন সেবাকেন্দ্র, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং অডিও কনফারেন্সিং এর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের কার্যক্রমও অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

/জেএ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড