X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

যে কারণে বকেয়া আদায়ে ব্যর্থ তিতাস

সঞ্চিতা সীতু
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩১

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

চার হাজার কোটি টাকার বকেয়া আদায় করতে পারছে না গ্যাস বিতরণ কোম্পানি—তিতাস। জ্বালানি বিভাগের সহযোগিতা চেয়েও সুফল মিলছে না। বকেয়া বিল আদায়ে সম্প্রতি ব্যবসায়ী সংগঠনের কাছে সহায়তা চেয়েছে মন্ত্রণালয়। তবে, তিতাসের কর্মকর্তারা বলছেন, ‘নানামুখী হস্তক্ষেপে’র কারণে তারা বিল আদায়ে কঠোর হতে পারছেন না। আবার ঠিকমতো বিল আদায় করতে না পারার জন্য তাদের জবাবদিহি করতে হচ্ছে বলেও তিতাসের কর্মকর্তারা জানান।  

এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘বর্তমানে গ্যাসের বকেয়া বিলের পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা। এই বকেয়া পরিশোধে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছে সরকার। ব্যবসায়ীরা আমাদের আশ্বস্ত করেছেন, বকেয়া বিল পরিশোধে তারা সহযোগিতা করবেন।’

তিতাস সূত্র বলছে, শিল্প কারখানাগুলোর কাছেও বকেয়ার পরিমাণ বেশি। শিল্প কারখানায় বকেয়ার পরিমাণ ৬৯৪ কোটি ৩৪ লাখ ৫ হাজার টাকা, যা ৩ মাসের সমান। এছাড়া, এমন কিছু শিল্প কারখানা আছে, যেসব কারখানা আদালতে মামলা করে গ্যাসের বিলের বিপরীতে কম গ্যাস বিল পরিশোধ করছে। এ ধরনের শিল্প কারখানাগুলোর কাছে বকেয়ার পরিমাণ ৩৬৭ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকা। যা প্রায় ৪৬ মাসের সমান। তবে, মাসের হিসাবে নিষেধাজ্ঞাধীন শিল্পের বকেয়া ৪৬ মাস। অন্য শিল্প-কারখানাগুলোর বকেয়া মাত্র ৩ মাসের সমান।
এছাড়া, সিএনজিতে ২০২ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার (প্রায় এক মাসের সমান), ক্যাপটিভে ৪৯২ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা (প্রায় এক মাসের সমান), বাণিজ্যিকে ১৬৪ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার টাকা (প্রায় ১০ মাসের সমান) এবং কলোনিগুলোয় বকেয়ার পরিমাণ ৩৩ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ প্রায় ৩৬ মাসের সমান গ্যাসের বিল বকেয়া পড়ে আছে।
এছাড়া, সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছে বকেয়া আছে ২৪২ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকা, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছে বকেয়া ৪২০ কোটি ৩২ লাখ ৪ হাজার টাকা, সার কারখানায় বকেয়া ৩৯ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার টাকা।
বিভাগ অনুযায়ী, আবার নারায়ণগঞ্জের বকেয়া বিলের পরিমাণ বেশি। জুলাই পর্যন্ত সেখানে ১ হাজার ৮৬ কোটি ২০ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়া, ঢাকায় বকেয়ার পরিমাণ ১ হাজার ৫৪ কোটি ৬১ লাখ ৯৯ হাজার, গাজীপুরে ৯৯৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা, ময়মনসিংহে ৯৯ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার টাকা।

বকেয়া আদায়ের বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান খান বলেন,  ‘আমরা বকেয়া আদায়ের চেষ্টা করছি। বড় শিল্প প্রতিষ্ঠানগুলোয় চিঠি দেওয়া হচ্ছে। বকেয়া বিল পরিশোধ না করায় কিছু কিছু লাইন কেটেও দিচ্ছি।’ তিনি আরও বলেন , ‘সরকারি প্রতিষ্ঠানগুলোর বকেয়া আদায়ে জ্বালানি বিভাগের মাধ্যমে পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালগুলোয় চিঠি দেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে মো. কামরুজ্জামান বলেন, ‘‘অন্য যেকোনও বিতরণ কোম্পানির তুলনায় তিতাসের ব্যাপ্তি অনেক বেশি। ফলে কাজের ক্ষেত্রে অনেক সময় কিছু সীমাবদ্ধতা তৈরি হয়। এই অবস্থায় প্রতিনিয়ত কাজ করছেন তিতাসের কর্মকর্তা–কর্মচারীরা। তবে, বকেয়া আদায়ের বিষয়টি সব সময় সহজ হয় না। অনেক সময় ‘নানামুখী হস্তক্ষেপের’র সম্মুখীন হই। এমনও হয়েছে, বকেয়া টাকা আদায় করতে গিয়ে এবং বকেয়া পরিশোধ না করায় লাইন কাটতে গিয়ে আমাদের কর্মকর্তাদের মারপিটও করা হয়েছে।’ এসব ক্ষেত্রে ধাওয়ার ঘটনা ঘটে বলেও তিনি উল্লেখ করেন।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনবিআর অচলাবস্থা অব্যাহত, আলোচনায় সমাধান আসেনি
এনবিআর অচলাবস্থা অব্যাহত, আলোচনায় সমাধান আসেনি
সাবেক এমপি মান্নানের আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুবদল-ছাত্রদলের ভাঙচুর
সাবেক এমপি মান্নানের আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুবদল-ছাত্রদলের ভাঙচুর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
বগুড়ায় নাশকতার মামলায় কালের কণ্ঠের সাংবাদিক গ্রেফতার
বগুড়ায় নাশকতার মামলায় কালের কণ্ঠের সাংবাদিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন