X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কাপড় ও সুতার আন্তর্জাতিক প্রদর্শনী হতে যাচ্ছে রাজধানীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২১:২৯আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:২৯

আগামী ২২ মার্চ রাজধানীতে শুরু হচ্ছে ‘১৭তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০২১’। সুতা-বস্ত্র ও আনুষঙ্গিক উপকরণের প্রদর্শনী হবে এটি। সম্পূর্ণ থ্রিডি ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই প্রদর্শনী চলবে তিন দিন ২৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

সোমবার (৮ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেমস গ্লোবাল ইউএসএ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রির (সিসিপিআইট) সহযোগিতায় আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করেছে নিউ ইয়র্ক ভিত্তিক ট্রেড শো আয়োজক সেমস গ্লোবাল ইউএসএ।

সেমস গ্লোবাল ইউএসএ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য থাকবে সম্পূর্ণ ফ্রি। তবে প্রদর্শনীতে অংশ নিতে অবশ্যই আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কেউ ভার্চুয়ালি আয়োজিত প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন না। এখনও মেলার ভেন্যু ঠিক করা হয়নি।  

তিনি জানান, প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, মরক্কো থেকে ৮০টির বেশি প্রদর্শক বিভিন্ন ধরনের টেক্সটাইল দ্রব্য ভার্চুয়ালি উপস্থাপন করবেন। হাল ফ্যাশন ও উন্নত প্রযুক্তির ফেব্রিক্সসহ আরও অনেক কিছু থাকবে প্রদর্শনীতে।

ভার্চুয়ালি প্রদর্শনী আয়োজনের ব্যাপারে তিনি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে সব ভ্রমণ বাতিল হওয়ায় বস্ত্র খাতের বেশ কিছু আন্তর্জাতিক প্রদর্শনী বাতিল অথবা স্থগিত হয়েছে। যদিও কিছু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, সেগুলোতে আন্তর্জাতিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ব্যাপক অনুপস্থিতি দেখা গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রেতারা যোগাযোগের নিরাপদ মাধ্যম হিসেবে ভার্চুয়াল এক্সিবিশনকে বেছে নিয়ে তাদের চাহিদা পূরণে ডিজিটাল মাধ্যমে বিশ্বব্যাপী প্রস্তুতকারীদের সঙ্গে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, ভার্চুয়ালি আয়োজন করা এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের জন্য আলাদা আলাদা বুথ থাকবে। আগ্রহীরা যেকোনও বুথে গিয়ে পণ্য দেখতে পারবেন। প্রয়োজনে ক্রেতারা ভয়েজ ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতকারীদের সঙ্গে কথা বলতে পারবেন।

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
সর্বশেষ খবর
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্তা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্তা
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে