X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

১৮ হাজারের গাড়ি ভাড়া এখন ৩৪ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১৯:২৮আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৯:২৮

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেছেন, হরতালের আগে ১৮ হাজার টাকার গাড়ি ভাড়া এখন ৩৪ হাজার টাকা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রফতানি ট্রফি ২০২০-২১’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুবুল আলম বলেন, আমরা ব্যবসায়ীরা রাজনৈতিক স্থিতিশীলতা চাই, হরতাল-অবরোধ চাই না। সবার কাছে আমরা এই বার্তাটা পৌঁছাতে দিতে চাই। তিনি বলেন, হরতাল-অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭-১৮ হাজার টাকার গাড়ি ভাড়া এখন ৩২ থেকে ৩৪ হাজার টাকা হয়েছে। এই খরচটি কারখানার ওপর আসছে। কারখানার ওপর মানে একজন উদ্যোক্তার ওপর আসছে। উদ্যোক্তা বাড়তি এই টাকা কোথায় থেকে আনবে? এখন কি নতুন অর্ডার বাড়াতে পারবে, না তা করতে পারবে না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

এফবিসিসিআই সভাপতি বলেন, আমি মনে করি হরতাল-অবরোধ একটা দেশকে-জাতিকে, বিশেষ করে অর্থনীতিকে পঙ্গু করে দেয়। এখান থেকে আমাদের সরে আসতে হবে। এ সংস্কৃতি আমরা চাই না।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, হরতাল-অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। হরতাল-অবরোধের ধ্বংসাত্মক কর্মসূচি থেকে সরে আসবে হবে। আগুন-ভাঙচুরের সময় বিদেশিরা বিনিয়োগ করবে না। তারা নতুন করে অর্ডার দেবে না।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, আগের বছরের তুলনায় বর্তমানে ক্যাপিটাল মেশিনারি ৪০ শতাংশ কম আসছে। কাঁচামাল আসছে ৩০ শতাংশের কম। সুতরাং দেশের অর্থনীতির স্বার্থে সবাইকে নিয়ে কাজ করতে হবে।

এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতিকে উদ্দেশ্য করে এ কে আজাদ বলেন, কাস্টমস জুলুম করছে, এইচএস কোর্স ফাঁদে ফেলছে, এটা অন্যায়। এটা থেকে আমাদের সুরক্ষা দিতে হবে। না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান।

/জিএম/এমএস/
সম্পর্কিত
ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু, গাজীপুরে মহাসড়ক অবরোধ
গাজীপুরে ইমাম হত্যা: চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২১, নতুন কর্মসূচি ঘোষণা
ইমাম রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ
সর্বশেষ খবর
জাতি আ.লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত
জাতি আ.লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ