X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

অবৈধ গ্যাস-সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ২০:১৬আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২০:২৪

অবৈধ পাইপলাইন উচ্ছেদে অভিযানে চালিয়েছে তিতাস। অভিযানে একটি অবৈধ চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) এই অভিযান চালানো হয়।  

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত করা এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রেখেছে তিতাস। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের নারায়ণগঞ্জ মেঘনাঘাটের আওতাধীন পুরান বাউশিয়া, গজারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। অভিযানে একটি অবৈধ চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন করাসহ আনুমানিক ২০ ফুট এমএস পাইপ ও ১৫০ ফুট হোজ পাইপ জব্দ করা হয়েছে। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১২ হাজার ঘনফুট গ্যাস (ঘণ্টা) সাশ্রয় হয়। এই গ্যাসের আনুমানিক মূল্য ১ লাখ ৯৫ হাজার ৭২৫ টাকা (দৈনিক ভিত্তিক)।

এছাড়া একই দিনে নারায়ণগঞ্জের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপকের নেতৃত্বে ভিজিল্যান্স শাখা (নারায়ণগঞ্জ ও সোনারগাঁও) এবং ভিজিল্যান্স শাখার (রূপগঞ্জ ও নরসিংদী) মাধ্যমে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে নরসিংদীর আওতাধীন বিভিন্ন এলাকার পাঁচটি সিএনজি স্টেশন পরিদর্শন করা হয়েছে। তার মধ্যে এএইচবি সিএনজি ফিলিং স্টেশনের ক্যাপটিভ রানের মিটারটিতে অবৈধ হস্তক্ষেপ পরিলক্ষিত হওয়ায় গ্যাস বিপণন নিয়মাবলি-২০১৪ অনুযায়ী উভয় রানের গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মঙ্গলবার (১৮ মার্চ) পর্যন্ত অভিযান চালিয়ে ২২৫টি শিল্প, ১৪৪টি বাণিজ্যিক এবং ২৮ হাজার ৮৩টি আবাসিকসহ মোট ২৮ হাজার ৪৫২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৪ হাজার ৯৬২টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়ের মধ্যে অভিযানগুলোতে ১৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
স্মার্ট গ্যাস মিটার প্রকল্পে তিতাসের সতর্কবার্তা
সাভারে অনুমোদনহীন বহুতল ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
তিতাসের অভিযান আট মাসে ৩৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি