ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ মে) তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এবং পর্ষদ তা গ্রহণও করেছে। এখন শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন প্রাপ্তি বাকি রয়েছে।
২০১৫ সালের নভেম্বরে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেন সেলিম আর এফ হোসেন। কয়েক দফায় মেয়াদ নবায়নের পর আগামী ২০২৬ সালের মার্চ মাসে তার দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষে অপেক্ষা না করে তিনি প্রায় ৯ মাস আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
এ প্রসঙ্গে সেলিম আর এফ হোসেন বলেন, ‘আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।’
ব্র্যাক ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে বিদায়ের দিনই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে একটি ই-মেইল বার্তা পাঠিয়েছেন সেলিম আর এফ হোসেন। সেখানে তিনি আজকের দিনটিকেই নিজের শেষ কর্মদিবস হিসেবে উল্লেখ করেছেন।
পরিচালনা পর্ষদ ইতোমধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খানকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দিয়েছে।
উল্লেখ্য, সেলিম আর এফ হোসেন বর্তমানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) লিমিটেড-এর ২০২৪–২৫ মেয়াদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে এবিবির নেতৃত্বেও পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।