X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আগের সপ্তাহ থেকে ২০১ কোটি টাকা লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ০০:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০১:১৯

ডিএসই ও সিএসই দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন বেড়ে শেষ হয়েছে গত সপ্তাহের কার্যক্রম। গত সপ্তাহে উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫২ কোটি ৫৫ লাখ টাকা। আর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৮৫০ কোটি ৭৮ লাখ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২০১ কোটি ৭৮ লাখ টাকা।

তবে গত সপ্তাহে উভয় পুঁজিবাজারের সবগুলো সূচক কমেছে। সপ্তাহজুড়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৮ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ১১৬ পয়্ন্টে।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ২ লাখ ৬ হাজার ৭১১ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪৭ কোটি ২৮ লাখ ৪ হাজার ৭৩ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বেড়েছে ১৮৫ কোটি টাকার কিছুটা বেশি। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইতে ১০ দশমিক ৬৩ শতাংশ লেনদেনে বেড়েছে।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ৩০ পয়েন্ট বা ১ দশমিক ০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪০ পয়েন্টে, ১৭ দশমিক ২০ পয়েন্ট বা ০ দশমিক ১৭ শতাংশ কমে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৬৬৬ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বা ০ দশমিক ৭৬ শতাংশ কমে ১ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে।
মোট ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ২২৭টির, শেয়ার দরের কোনও পরিবর্তন হয়নি ১৭টির এবং শেয়ার লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।
এছাড়া টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, এসিআই লিমিটেড, কেয়া কসমেটিকস, যমুনা অয়েল, ডোরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইবনে সিনা, আমান ফিড, লংকা-বাংলা ফিন্যান্স এবং বেক্সিমকো ফার্মা।
গত সপ্তাহে সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে গত সপ্তাহে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১১৯ কোটি ৫৩ লাখ টাকার কিছুটা বেশি। গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১৬ কোটি টাকার বেশি।
গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১১৬ পয়েন্ট বা ১ দশমিক ৪০ শতাংশ কমে ৮ হাজার ১৩০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৮৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ শতাংশ কমে ১৩ হাজার ৩৮২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২২১ পয়েন্ট বা ১ দশমিক ৭৭ শতাংশ কমে ১২ হাজার ২৫৭ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ কমে অবস্থান করে ৯৭৬ পয়েন্টে।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ১১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে গত সপ্তাহে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, মবিল যমুনা, কেয়া কসমেটিকস, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম স্টিল, লংকা-বাংলা ফিন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং যমুনা অয়েল।
/এসএনএইচ/

সম্পর্কিত
মঙ্গলবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ার বাজার
পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: ডিবিএ সভাপতি
বছরে ৯৬০ কোটি টাকা সুদ দিতে হয়, চলছে না আইসিবি: অধ্যাপক আবু আহমেদ
সর্বশেষ খবর
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু