X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বাজার পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১১:০০আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২:০৬

বাজারে পণ্যের সরবরাহ, মজুত ও আমদানি প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। কোনও সিন্ডিকেট, নৈরাজ্য, একচেটিয়া ব্যবসা আর মানা হবে না। অস্থিরতা কমাতে জ্বালানি তেলের দাম কমানো, বিভিন্ন নিত্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার, বেসরকারি উদ্যোগে চাল আমদানির সুফল জনগণকে এবার দিতে চায় সরকার। এ জন্য করণীয় নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সাধারণত এ ধরনের বৈঠকে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থাকেন। তবে আজকের এ বৈঠকে কোনও গণমাধ্যমকর্মীকেও ডাকা হয়নি। সেই সঙ্গে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠক নিয়ে কোনও ব্রিফিংয়েরও ব্যবস্থা রাখা হয়নি। তবে এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য জানতে ইতোমধ্যে গণমাধ্যমকর্মীরা মন্ত্রণালয়ের বাইরে উপস্থিত হয়েছেন।

সোমবার জানা গেছে, ৪৮ ঘণ্টারও কম সময়ের নোটিশে সভাটি আহ্বান করেছেন বাণিজ্যমন্ত্রী। ২৮ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নুরুল হকের সই করা সভার আমন্ত্রণের চিঠি দ্রুত সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবারের জরুরি সভায় উপস্থিত থাকার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক, মহাসড়ক বিভাগ ও মৎস্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকসহ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআইর মহাপরিচালক, টিসিবির চেয়ারম্যান, এসবির অতিরিক্ত আইজিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সভায় উপস্থিত থাকার জন্য ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশ পোল্ট্রি শিল্প অ্যাসোসিয়েশনের প্রশাসক, এফবিসিসিআইয়ের সভাপতি, ক্যাবের চেয়ারম্যান, ভোজ্য তেল রিফাইনারি অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, গম আমদানিকারক বিএসএম গ্রুপের চেয়ারম্যান আহমেদ উল্লাহ, বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি, বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি, বাংলাদেশ সুপার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির পক্ষে নির্বাহী সচিবকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার, মঙ্গলবার জরুরি সভা বাণিজ্যমন্ত্রীর

/এসআই/ইউএস/
সম্পর্কিত
স্বস্তি নেই সবজিতে, মাছ-মাংসের উচ্চ দর
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
বেড়েছে মুরগির দাম, সবজিও ঊর্ধ্বমুখী
সর্বশেষ খবর
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি