X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘বিদেশি বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ২০:০৪আপডেট : ২৩ মার্চ ২০২২, ২০:০৪

‘বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্বোত্তম স্থান ও এখানে অফুরন্ত সম্ভাবনা রয়েছে’। এমনটা বলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (২৩ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে ‘দুবাই এক্সপো-২০২০’ এ বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন শেষে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। গ্রামে ইন্টারনেটসহ জরুরি সব সেবা পৌঁছে দেওয়া হয়েছে। একশ অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা এসব অঞ্চলে বিনিয়োগ করে সহজেই লাভবান হতে পারেন। তাদের জন্য ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে সরকার যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছে।’

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে যে অর্থনৈতিক পরিবর্তন আসবে তা তুলে ধরে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন হয়েছে। যদিও একটি গ্রুপ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচার চালাচ্ছে। কিন্তু তাদের ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করার হবে।’

মন্ত্রী বলেন, “শহরের সকল নাগরিক সেবা গ্রামে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ, পানি ও স্যানিটেশন পৌঁছে দেওয়া হয়েছে।’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মুহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক