X
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
১১ আশ্বিন ১৪২৯

বেসরকারি ঋণে সাড়ে তিন বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি

গোলাম মওলা
৩১ জুলাই ২০২২, ২০:০০আপডেট : ৩১ জুলাই ২০২২, ২০:০০

অর্থনীতিতে সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি ঋণে সাড়ে তিন বছরের (৪৩ মাস) মধ্যে সর্বোচ্চ (১৩ দশমিক ৬৬ শতাংশ) প্রবৃদ্ধি হয়েছে গত জুনে। ২০২১ সালের জুনের চেয়ে চলতি বছরের জুনে বেসরকারি খাতের উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৩ দশমিক ৬৬ শতাংশ বেশি ঋণ পেয়েছেন।

অর্থনীতিবিদরা দেশের বিনিয়োগ বৃদ্ধির অন্যতম নিয়ামক বলে অভিহিত করেন বেসরকারি খাতের ঋণপ্রবাহকে।

ব্যাংক কর্মকর্তারা বলেছেন, উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ বৃদ্ধি ছাড়াও দেশের বাজারে ডলারের দাম বাড়ার কারণে গ্রাহককে এলসি (ঋণপত্র) খুলতে অতিরিক্ত টাকা দিতে হয়েছে। এ কারণেও ঋণ বেড়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু জুন নয়, গত কয়েক মাস ধরেই বেসরকারি ঋণে প্রবৃদ্ধি বেড়ে চলেছে।

গত মে’তে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৯৪ শতাংশ। এপ্রিলে প্রবৃদ্ধির হার ছিল ১২ দশমিক ৪৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, টানা ১৩ মাস ধরে বাড়ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকটি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, করোনা মহামারির ধাক্কা সামলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় প্রতি মাসেই বাড়ছে অর্থনীতির এই সূচক। গত মার্চে প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ২৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালের প্রথম মাসের মধ্যে জানুয়ারিতে সূচকটি ১১ দশমিক শূন্য ৭ শতাংশে ওঠে। ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি হয় ১০ দশমিক ৮৭ শতাংশ।

প্রসঙ্গত, দীর্ঘদিন দেশে বিনিয়োগ মন্দায় বেসরকারি খাতে ঋণপ্রবাহের চিত্র ছিল হতাশাজনক। ২০২০ সালে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই কমতে থাকে প্রবৃদ্ধি।

গত বছরের মে মাসে তা ৭ দশমিক ৫৫ শতাংশে নেমে আসে। যা ছিল দেশের ইতিহাসে সর্বনিম্ন। এরপর থেকে বাড়ছে প্রবৃদ্ধি।

গত বছরের ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি হয় ১০ দশমিক ৬৮ শতাংশ। তার আগের মাসে হয়েছিল ১০ দশমিক ১১ শতাংশ, অক্টোবরে ৯ দশমিক ৪৪ শতাংশ ও সেপ্টেম্বরে ৮ দশমিক ৭৭ শতাংশ।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ৫১ হাজার ২৩৫ কোটি টাকায়। ২০২১ সালের জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ১০ লাখ ৯৭ হাজার ২৬৭ কোটি টাকা।

অর্থাৎ গত বছরের তুলনায় এই বছরে আড়াই লাখ কোটি টাকা বেশি বিতরণ করেছে ব্যাংকগুলো।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, করোনার প্রকোপ কমে আসার পর থেকেই বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ছিল। সঙ্গে প্রণোদনা ও এলসি বড় ভূমিকা রেখেছে। সব মিলিয়ে বেসরকারি খাতে গতি এসেছে।

জানা গেছে, ২০০৯-১০ অর্থবছর শেষে ঋণ প্রবৃদ্ধি ছিল ২৪ শতাংশের বেশি। এমনকি ওই অর্থবছরে তা ২৫ শতাংশ ছাড়িয়ে যায়।

২০১৯ সালের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক ঋণ বিতরণে কড়াকড়ি আরোপ করে। ওই বছরের ডিসেম্বরে তা দুই অঙ্কের নিচে ৯ দশমিক ৮৩ শতাংশে নেমে আসে।

এরপর করোনার মধ্যে দুই বছর বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি এক অঙ্কের নিচে (সিঙ্গেল ডিজিট) অবস্থান করে।

তবে করোনার প্রকোপ কমতে থাকায় গত অর্থবছরের শেষ মাস জুনে ঋণ প্রবৃদ্ধি খানিকটা বেড়ে ৮ দশমিক ৩৫ শতাংশে উঠে কিছুটা পুনরুদ্ধার হয়। তারপর থেকে ঋণপ্রবাহ ধীরে ধীরে বাড়তে থাকে। গত বছরের নভেম্বরে আবার দুই অঙ্কের (ডাবল ডিজিট) ঘরে, ১০ দশমিক ১১ শতাংশে উঠে।

২০১৯-২০ অর্থবছরের শেষ মাস জুনে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি কমে ৮ দশমিক ৬১ শতাংশে নেমে আসে। এরপর সরকারের প্রণোদনা ঋণে ভর করে ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এই প্রবৃদ্ধি বেড়ে ৯ দশমিক ২০ শতাংশ হয়।

আগস্টে তা আরও বেড়ে ৯ দশমিক ৩৬ শতাংশে এবং সেপ্টেম্বরে ৯ দশমিক ৪৮ শতাংশে ওঠে।

২০২১ সালের জানুয়ারিতে এই প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৪৬ শতাংশ। ফেব্রুয়ারি ও মার্চে ছিল যথাক্রমে ৮ দশমিক ৫১ ও ৮ দশমিক ৭৯ শতাংশ। এপ্রিলে নেমে আসে ৮ দশমিক ২৯ শতাংশে। মে মাসে আরও কমে নেমে যায় ৭ দশমিক ৫৫ শতাংশে।

/এফএ/
সম্পর্কিত
সুদহার হবে ৫ শতাংশ
সুদহার হবে ৫ শতাংশ
প্রবাসীদের পাঠানো ডলারের দাম কমলো
প্রবাসীদের পাঠানো ডলারের দাম কমলো
গম ও ভুট্টা চাষ বাড়াতে ঋণ দেওয়া সংক্রান্ত চুক্তি সই
গম ও ভুট্টা চাষ বাড়াতে ঋণ দেওয়া সংক্রান্ত চুক্তি সই
ই-কমার্সে লেনদেনের লাইসেন্স পেলো ‘সার্ভিস হাব’
ই-কমার্সে লেনদেনের লাইসেন্স পেলো ‘সার্ভিস হাব’
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বঙ্গমাতা সেতুর পিলারে মালবাহী জাহাজের ধাক্কা
বঙ্গমাতা সেতুর পিলারে মালবাহী জাহাজের ধাক্কা
আদিতির হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ
আদিতির হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ
কয়েক ঘণ্টার মধ্যে পিবিআই’র চুরি হওয়া মালামাল উদ্ধার
কয়েক ঘণ্টার মধ্যে পিবিআই’র চুরি হওয়া মালামাল উদ্ধার
শিল্পকলায় নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা
শিল্পকলায় নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা
এ বিভাগের সর্বশেষ
সুদহার হবে ৫ শতাংশ
সুদহার হবে ৫ শতাংশ
প্রবাসীদের পাঠানো ডলারের দাম কমলো
প্রবাসীদের পাঠানো ডলারের দাম কমলো
গম ও ভুট্টা চাষ বাড়াতে ঋণ দেওয়া সংক্রান্ত চুক্তি সই
গম ও ভুট্টা চাষ বাড়াতে ঋণ দেওয়া সংক্রান্ত চুক্তি সই
ই-কমার্সে লেনদেনের লাইসেন্স পেলো ‘সার্ভিস হাব’
ই-কমার্সে লেনদেনের লাইসেন্স পেলো ‘সার্ভিস হাব’
৪ কঠিন শর্তে সিটিসহ ৬ ব্যাংককে রেহাই দিলো কেন্দ্রীয় ব্যাংক
৪ কঠিন শর্তে সিটিসহ ৬ ব্যাংককে রেহাই দিলো কেন্দ্রীয় ব্যাংক