X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১
বাজেট ২০১৬-১৭

সরকারি চাকরিজীবীদের ভাতার জন্য বরাদ্দ ১০ হাজার কোটি টাকা

শফিকুল ইসলাম
২৯ মে ২০১৬, ১০:২৬আপডেট : ২৯ মে ২০১৬, ১৫:১৫

বাজেট ২০১৬-১৭ সরকার ঘোষিত অষ্টম পে-স্কেলের কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। ২০১৫ সালের ১ জুলাই থেকে এই পে-স্কেলের আংশিক কার্যকর করা হয়েছে। মূল বেতন নতুন পে-স্কেল অনুযায়ী পেলেও ওই কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভাতা পাননি। ভাতা পেয়েছেন পুরনো কাঠামো অনুযায়ী। সরকারকে নতুন অর্থবছর থেকে ভাতা পরিশোধ করতে হবে। ২০১৬-১৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে। ফলে বেতন-ভাতা খাতে সরকারের ব্যয় বাড়ছে প্রায় দ্বিগুণ। নতুন ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ৬ষ্ঠ বেতন কাঠামো অনুযায়ী ভাতাদি পাবেন। এর জন্য প্রয়োজন হবে বাড়তি ২৪ হাজার কোটি টাকা। এ কারণে আগামী অর্থবছর সরকারি কর্মচারীদের ভাতা পরিশোধের জন্য আপাতত অতিরিক্ত আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, অষ্টম পে-স্কেলের কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা বাবদ সরকারের ব্যয় দাঁড়িয়েছে ৬৮ হাজার কোটি টাকা। সপ্তম পে-স্কেলে সরকারের ব্যয় দাঁড়িয়েছিল ৪৪ হাজার কোটি টাকা। সপ্তম পে-স্কেল সরকার তিন ধাপে বাস্তবায়ন করলেও সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা পরিশোধে ৮ম পে-স্কেল বাস্তবায়িত হচ্ছে দুই ধাপে। এটি বাস্তবায়নে সরকারের বাড়তি ২৪ হাজার কোটি টাকা লাগলেও সরকার এ বছর এ খাতে বরাদ্দ রাখছে ১০ হাজার কোটি টাকা। বাকি ১৪ হাজার কোটি টাকা সরকার অন্য খাত থেকে নিয়ে প্রয়োজন মেটাবে বলে জানিয়েছেন অর্থ সচিব মাহবুব আহমেদ।
কয়েক ধাপে নতুন বেতন স্কেল বাস্তবায়ন সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, এক সঙ্গে পে-স্কেল বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির ওপর চাপ পড়বে। মূল্যস্ফীতি এড়াতেই এ কৌশল নিয়েছে সরকার।

আরও পড়ুন: শতভাগ মুক্তিযোদ্ধারই সম্মানী ভাতা বাড়ছে

আন্তর্জাতিক বাজারের পণ্যমূল্য সম্পর্কে তথ্য জানিয়ে অর্থ সচিব বলেন, বাংলাদেশে আমদানির ৮০ ভাগ পণ্যই আসে পাশের দেশ ভারত ও চীন থেকে। ভারত ও চীনে মূল্যস্ফীতি সেদেশের সরকার নিয়ন্ত্রণে রেখেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কম থাকায় বাজেটের লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে দেশের মূল্যস্ফীতি। এসব কারণেই সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করতে দু’টির বেশি ধাপ রাখেনি।

আরও পড়ুন: সহিংসতা ঠেকাতে পারেনি ইসি, পঞ্চম ধাপে নিহত ১০



/এসআই / এমএসএম /আপ-এপিএইচ/






সম্পর্কিত
সর্বশেষ খবর
টানাপড়েন মিটমাট করতে আগ্রহ যুক্তরাষ্ট্রের
টানাপড়েন মিটমাট করতে আগ্রহ যুক্তরাষ্ট্রের
ফ্রান্সে সিনাগগে আগুন, পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত
ফ্রান্সে সিনাগগে আগুন, পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত
শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
মোটরসাইকেলে করে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
মোটরসাইকেলে করে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
সর্বাধিক পঠিত
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি