সরকার দেশীয় লবণ শিল্পের স্বার্থে লবণ চাষীদের সবধরনের সুরক্ষা দেবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, শিল্প লবণের আড়ালে কেউ যাতে ভোজ্য লবণ আমদানি করতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয় সচেতন। অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় রেখে শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘শিল্প মন্ত্রণালয় গৃহীত কর্মসূচি এবং গত এক বছরে শিল্প মন্ত্রণালয়ের অর্জন’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সেগুলো থেকে উত্তরনের উপায় অনুসন্ধানে গত এক বছর ধরে কাজ করছে শিল্প মন্ত্রণালয়। শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে গৃহীত কার্যক্রমের ফলাফল আগামী বছর দৃশ্যমান হবে। তিনি বলেন, সারের ব্যবস্থাপনায় বিদেশ নির্ভরতা কমাতে নরসিংদীর ঘোড়াশালে উচ্চপ্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক সারকারখানা নির্মাণের কাজ চলছে।