ব্যাংকপাড়ায় এখনও কাটেনি ঈদের ছুটির আমেজ। ঈদের ছুটি শেষে সোমবার (৩ আগস্ট) অফিস খোলার প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। যারা অফিসে এসেছেন তাদের কাজের চাপও ছিল কম। গল্পগুজব আর ঈদের শুভেচ্ছা বিনিময়ে কেটেছে সময়। করোনাভাইরাসের কারণে বিগত বছরগুলোর মতো ব্যাংকগুলোতে ছিল না কোনও কোলাকুলির দৃশ্যও।
ছুটির পর প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে অফিস করছেন সবাই। সোমবার রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল, দিলকুশা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
সোমবার মতিঝিলের ব্যাংকপাড়ায় আগের মতো মানুষের ভিড় নেই। সরকারি-বেসরকারি সব ব্যাংকেই একই অবস্থা। মতিঝিলে ডাচবাংলা, পূবালী, সোনালী, অগ্রণী, জনতাসহ অধিকাংশ ব্যাংকে লেনদেন স্বাভাবিক দিনের চেয়ে প্রায় অর্ধেক কম হচ্ছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।
গ্রাহক উপস্থিতি কম হওয়ার কারণে ব্যাংকগুলোর কর্মকর্তারাও অলস সময় পার করছেন।
এ প্রসঙ্গে মতিঝিল শাখার সোনালী ব্যাংকের জি এম মোহাম্মদ মোদাচ্ছের হাসান বলেন, ‘ঈদের ছুটি শেষ হলেও গ্রাহক উপস্থিতি স্বাভাবিক দিনের চেয়ে অনেক কম।’ তিনি জানান, গ্রাহক কম হওয়ায় লেনদেনও কম হচ্ছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি প্রায় অর্ধেক।
ছবি: নাসিরুল ইসলাম