X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

পোশাক কারখানাগুলো দক্ষ জনবল পাচ্ছে না: এফবিসিসিআই সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ১৯:১৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৯:৩০

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, পোশাক কারখানাগুলো ১৫ থেকে ২০ শতাংশ দক্ষ জনশক্তি ঘাটতিতে রয়েছে। ব্যবস্থাপনার নানা পদে বিদেশিদের ওপর নির্ভর করতে হচ্ছে উদ্যোক্তাদের। দেশে উচ্চশিক্ষিত তরুণের অভাব না থাকলেও শিল্পের প্রয়োজনীয় দক্ষতার অভাব রয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি ও ভিশন ২০৪১ অর্জন’ বিষয়ক এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, সরকারের অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। সরকারের বিভিন্ন অর্থনৈতিক ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবশ্যই দক্ষ জনশক্তি তৈরিতে মনোযোগ দিতে হবে। এজন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা কারিকুলামকে শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি হয়ে পড়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও গতিশীল করার পরামর্শ দেন তিনি।

এসময় এলডিসি (স্বল্পোন্নত দেশ) পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি সংস্থাগুলোতেও দক্ষ জনবল নিয়োগ দেওয়ারও আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

তিনি বলেন, ভবিষ্যতে মুক্তবাণিজ্য চুক্তি করতে হবে। উন্নয়নশীল দেশে উত্তরণের পরও স্থানীয় শিল্পের সুরক্ষার জন্য নতুন নতুন কৌশল হাতে নিতে হবে। কিন্তু সেজন্য সরকারি সংস্থাগুলোতে প্রয়োজনীয় দক্ষ জনবল নেই। সরকারি সংস্থাগুলোকে নীতি প্রণয়নের আগে বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করা উচিত। কোনও আলোচনা ছাড়াই সরকারি সংস্থাগুলো নানা ধরনের নীতি প্রণয়ন করে। কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতার প্রতিফলন না থাকায় নীতিগুলো বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে।

বৈঠকে কমিটির ডিরেক্টর ইনচার্জ ড. নাদিয়া বিনতে আমিন বলেন, উন্নত রাষ্ট্রগুলোর অর্থনীতিতে এসএমই খাতের অবদান ৮০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে এই হার মাত্র ৬০ শতাংশ। এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি সহযোগিতা আরও বাড়াতে হবে।

স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ কে এম শামসুদ্দোহার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, মো. নাসের, সৈয়দ আলমাস কবির, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, উপদেষ্টা মঞ্জুর আহমেদ, স্ট্যান্ডিং কমিটির সদস্য শামীম আহমেদ, তাসফিয়া জসিম, এএসএম মাইনুদ্দীন মোনেম, সৈয়দ হাবীব আলী, মুনীর আহমেদ, আয়েশা সিদ্দিক, শামীমা শিরিন ও ড. মো. নাজমুল ইসলাম।

/জিএম/এফএ/এমওএফ/
সম্পর্কিত
যশোরে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল আউয়াল মিন্টু‘ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় কোনও প্রভাব পড়বে না’
এনডিসি প্রতিনিধিদলের এফবিসিসিআই পরিদর্শন
অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের জন্য নীতিসহায়তা চায় এফবিসিসিআই
সর্বশেষ খবর
শাহবাগে বৃষ্টিতে ভিজে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহবাগে বৃষ্টিতে ভিজে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর আকাশের মেঘের ঘনঘটা, চমকাচ্ছে বিদ্যুৎ, মুষলধারে বৃষ্টি
রাজধানীর আকাশের মেঘের ঘনঘটা, চমকাচ্ছে বিদ্যুৎ, মুষলধারে বৃষ্টি
জেগে ওঠা চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত
জেগে ওঠা চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত
আ লীগের দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে: ফারুক
আ লীগের দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে: ফারুক
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর