X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পুতুল বাণিজ্যের ইতিকথা

জুবায়ের আহমেদ
০৩ মে ২০২২, ১১:০০আপডেট : ০৩ মে ২০২২, ১৬:৩৩

‘ছোটবেলায় পুতুলের জামা বানাতাম, পুতুলের বিছানা-বালিশও বানাতাম। সেটাকে পাশে নিয়ে ঘুমাতাম। কেনা পুতুল ছিল, হাতে বানানো পুতুলও ছিল। আম্মু সেলাই করতো। সেখান থেকে টুকরা কাপড় নিয়ে পুতুল ও পুতুলের জামাকাপড় বানানো হতো। একবার তো পুতুলের বিয়ের আয়োজন নিয়ে আমাদের বাসার বড়-ছোট সবাই মিলে দারুণ পিকনিকও করেছিলাম।’ পুতুল নিয়ে এভাবেই শৈশবে হারিয়ে গেলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কাশফিয়া ঝিলিক।

‘এখন পুতুল খেলার বয়স নেই। তবে বাজারে ছোট ছোট পুতুল দেখলে আনন্দই লাগে। মাঝে মাঝে সংগ্রহ করে ঘরে সাজিয়ে রাখি, ওই পর্যন্তই।’

পাশে বসা আরেক শিক্ষার্থী সাইফুল বললেন, ‘বাসায় বড় বোনরা যখন পুতুল খেলতো, তখন আমাদেরও নিতে হতো। তখন পুতুল খেলাই ছিল মহানন্দের।'

ছবি: সাজ্জাদ হোসেন

শুধু সবার স্মৃতিতে নয়, পুতুল রয়েছে বাংলার সংস্কৃতিতেও। গ্রাম বাংলার মেলা বা হাটের দিনগুলোতে অন্যতম আকর্ষণ পুতুল। মাটির টেপা পুতুল ও কাপড়ের হাতি-ঘোড়া ও বর-কনের পুতুল এখনও দেখা যায় মেলায়।

এখন অবশ্য নিত্যনতুন দেশি-বিদেশি পুতুলে শপিংমল সয়লাব। ঢাকার প্রায় সব মার্কেট ও শপিং মলে গেলে ছোট-বড় পুতুলের দোকান মিলবে। এমনকি রাজধানীর ফুটপাতেও এখন পাওয়া যায় বাহারি টেডি বিয়ার। এই পুতুল বানিয়ে ও বিক্রি করেও চলে অনেকের সংসার।

দেশীয় কারিগরের বানানো পুতুল থাকলেও বাজারে আধিপত্য এখন চাইনিজ পুতুলের।

ছবি: সাজ্জাদ হোসেন

বাজারগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, গড়ে ২০০ থেকে ৩ হাজার টাকার পুতুল রয়েছে। তবে মধ্যম দামের পুতুলগুলোর বিক্রি বেশি বলে জানান দোকানিরা। এর মধ্যে টেডি বিয়ার রয়েছে চাহিদার শীর্ষে। এরপরই আছে বার্বিসহ বিভিন্ন অ্যাকশন ফিগারের পুতুল।

মিরপুরের শাহ আলী মার্কেটের পুতুল বিক্রেতা শফিক তালুকদারের জানান, ৪০০ থেকে ৯০০ টাকা দামের চায়না পুতুল বেশি বিক্রি হয়। এর ক্রেতা তরুণ-তরুণীরাও। মূলত উপহার দিতেই এগুলো তারা কেনেন। অনেকে গাড়ির পেছনে সাজিয়ে রাখতেও কেনেন পুতুল।

পুতুল কীভাবে সংগ্রহ করা হয় জানতে চাইলে মিরপুরের বিক্রেতা আবদুর রহমত বলেন, ‘পুতুলের বড় পাইকারি মার্কেট চকবাজার। সেখান থেকেই আনা হয়। এছাড়া উত্তরা, যাত্রাবাড়ী থেকেও পুতুল কারখানার লোক এসে অর্ডার নিয়ে যায়। আবার আমদানিকারকরাও আমাদের সাপ্লাই দেয়।’

পুতুল বাণিজ্যের ইতিকথা

চকবাজারে খোঁজ নিয়ে দেখা যায়, মিটফোর্ড রোডের বিসমিল্লাহ টাওয়ারে পাইকারি পুতুলের বড় মার্কেট। সারা বাংলাদেশ থেকেই এখানে ব্যবসায়ীরা আসেন পাইকারি দরে পুতুল কিনতে। গড়ে দিনে একেক পাইকার ১০-২০ হাজার টাকার পুতুল বিক্রি করেন।

শীতের সিজনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেলা বসে বলে ওই সময় পুতুল বিক্রি বাড়ে বলে জানান এখানকার বিক্রেতারা।

চকবাজারের দোকানগুলোতে দেশি পুতুলই বেশি। কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার দিলে কুরিয়ারেও পাঠানো হয় বলে জানান পাইকারি বিক্রেতারা।

চায়না পুতুলের সঙ্গে সুলভমূল্যে দেশীয় পুতুলের বাজারের প্রতিযোগিতার বিষয়ে জিজ্ঞাস করলে চকবাজারের চায়না পুতুল পাইকারি বিক্রেতা কুমিল্লা হ্যান্ডিক্রাফটের স্বত্ত্বাধিকারী কাজী সাব্বির জানান, অনেক ক্রেতাই ভালো মানের পুতুল কেনেন। তেমন প্রতিযোগিতায় যেতে হয় না। তবে দেশে চায়না পুতুল নকল করার প্রবণতা রয়েছে। নিজস্ব ডিজাইনার ও কারিগরি বিদ্যা না থাকায় দেশি পুতুলগুলোর ফিনিশিং তেমন ভালো হয় না। চায়না পুতুলের ভিন্ন ভিন্ন ডিজাইন  থাকায় ক্রেতাদের কাছে এগুলোর চাহিদাও রয়েছে।

পুতুল বাণিজ্যের ইতিকথা

যাত্রাবাড়ীতে দেশি পুতুলের কারখানা তৌফিক পান্ডা হাউজ-এর ম্যানেজার রতন মিয়া বললেন, আমাদের দেশের পুতুলগুলোও চায়না কাপড় ও তুলা দিয়ে তৈরি করা হয়। কিন্তু চায়না পুতুলে যে ফেব্রিক ব্যবহার করা হয়, সেটা বাংলাদেশে কেউ আমদানি করে না। ওই কাপড়ে খরচ বেশি পড়বে। তবে আমাদের কারিগরদের দক্ষতা বাড়াতে পারলে আমরাও উন্নতমানের পুতুল বানাতে পারবো।'

/এফএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ঢাকাবাসী, ভিড় কমায় স্বস্তি
ঈদে জামদানিপল্লিতে ১০০ কোটি টাকার শাড়ি বিক্রির আশা
মৌলভীবাজারে ৮ হাজার নারী-পুরুষ পেলেন ঈদ উপহার
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক