X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

মীনা বাজার এখন ইসিবি চত্বরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:০০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪০

দেশের স্বনামধন্য সুপার স্টোর ব্র্যান্ড মীনা বাজার ১৮তম আউটলেট উদ্বোধন করেছে ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মিরপুরের মানিকদির ইসিবি চত্বরে ৬ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে এই আউটলেটের যাত্রা শুরু হয়েছে।

নতুন এই আউটলেট উদ্বোধন করেন জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন এবং মীনা বাজারের সিইও শাহীন খান।

ইসিবি চত্বরের আউটলেটটি মীনা বাজারের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি আউটলেট। ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফ্রাঞ্চাইজি প্রধান মোহাম্মদ কামরুজ্জামান শিকদার, নাফিজ আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খান মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আউটলেটের ভেতরে পরিদর্শন করছেন জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ। ছবি: সাজ্জাদ হোসেন

জেমকন গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান মীনা বাজার সুদীর্ঘ ২০ বছর ধরে প্রায় সহস্রাধিক গুণগত মানের পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে ১৭টি আউটলেট নিয়ে ঢাকা ও চট্টগ্রামে লক্ষাধিক গ্রাহক মীনা বাজারের নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করছেন। ইসিবি চত্বরের আউটলেটটিও এর ব্যতিক্রম নয়।

সজীব শাকসবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় সব গ্রোসারি পণ্য এখন একই ছাদের নিচে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন স্থানীয় ক্রেতারা। রয়েছে সার্বক্ষণিক এসি সুবিধা। ক্রেতাদের জন্য এখানে রয়েছে সুবিশাল পরিসরে পার্কিংয়ের ব্যবস্থা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে মীনা বাজারের এই আউটলেটটিতে গ্রাহকদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার-সেরা দাম নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি দিতে ইসিবি চত্বর ও এর আশপাশের মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট, ভাষানটেক, মাটিকাটা, দেওয়ানপাড়া, কচুক্ষেত ও মিরপুরের গ্রাহকরা মীনা বাজারের হটলাইনে অর্ডার করলেই ফ্রি হোম ডেলিভারি সুবিধা দেওয়া হবে।

ছবি: সাজ্জাদ হোসেন

একটি কিনলে আরেকটি ফ্রি!
ইসিবি চত্বরে মীনা বাজারের নতুন আউটলেট প্রতিদিন সকাল ১০টা থেকে খোলা হবে। উদ্বোধনী উপলক্ষে থাকছে বিশাল ছাড়! একটি কিনলে আরেকটি ফ্রি! সঙ্গে থাকছে আকর্ষণীয় দামে আরও অনেক পণ্য। প্রায় অর্ধেক দামে! সঙ্গে নানা ধরনের গিফট। গ্রোসারি পণ্য ছাড়াও থাকছে মীনা সুইটসের মজাদার মিষ্টি।

/ইউআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
মীনা বাজার এখন মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরে
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মীনা বাজার
সুপারশপে পলিথিনের বিকল্প শপিং ব্যাগের ব্যবহার শুরু 
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খালেদা জিয়ার দেশে ফেরাবিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর