X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মুদ্রানীতি প্রণয়ন কমিটি ছোট করার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ০০:১১আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০০:১১

কেন্দ্রীয় ব্যাংকের মানিটারি পলিসি কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন কমিটিতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কর্মকর্তা ছাড়াও তিনজন বিশেষজ্ঞ যুক্ত করা হবে। এ ছাড়া তিন ডেপুটি গভর্নরকে বাদ দিয়ে কমিটির আকারও ছোট করা হচ্ছে।

রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

মুদ্রানীতি প্রণয়নে বর্তমানে ৯ সদস্যের কমিটি রয়েছে। এই কমিটির প্রধান গভর্নর। বাকি আট সদস্যের মধ্যে আছেন চার ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, বিএফআইইউ প্রধান, মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ও পরিচালক।

নতুন পুনর্গঠিত কমিটি হবে সাত সদস্যের, যার প্রধানও হবেন গভর্নর। তবে নতুন কমিটিতে তিন জন ডেপুটি গভর্নরকে বাদ দিয়ে তাদের জায়গায় তিন জন বিশেষজ্ঞকে যুক্ত করা হচ্ছে। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান, বিআইডিএসের মহাপরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ থেকে মনোনীতি একজন। অপর সদস্যের মধ্যে থাকবেন মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও পরিচালক।

প্রসঙ্গত, দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে, এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়। গত ১৮ জুন চলতি অর্থবছরের (জুলাই-ডিসেম্বর) প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করা হয়।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে চলতি অর্থবছর থেকে মুদ্রানীতির পরিচালন কাঠামোতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। মুদ্রানীতি কাঠামোতে সুদহারের করিডোর প্রথা চালু করা হয়েছে। এর আওতায় সুদহার টার্গেটিং মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ মুদ্রানীতির অপারেটিং টার্গেট বা টুলস হিসেবে সুদের হারকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজারে অর্থের জোগান নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ব্যাংক।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
ব্যাংক একীভূত না করার যৌক্তিকতা দেখাতে পারলে বিবেচনা করা হবে: গভর্নর
ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, ঝুঁকিভিত্তিক তদারকিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
সীমা লঙ্ঘনের ঘটনা ভিন্নভাবে দেখা হবে: এনবিআর চেয়ারম্যান
সর্বশেষ খবর
অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ করলো পাকিস্তান
অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ করলো পাকিস্তান
পুলিশের লাঠিপেটায় ২০-৩০ বিডিআর সদস্য আহতের অভিযোগ
পুলিশের লাঠিপেটায় ২০-৩০ বিডিআর সদস্য আহতের অভিযোগ
অসংখ্য বিশ্ববিদ্যালয়ে মানসম্মত আইন শিক্ষা দেওয়া হয় না: আসিফ নজরুল
অসংখ্য বিশ্ববিদ্যালয়ে মানসম্মত আইন শিক্ষা দেওয়া হয় না: আসিফ নজরুল
জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ, শিল্প খাতে উল্লম্ফন
জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ, শিল্প খাতে উল্লম্ফন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’