X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মার্কিন ক্রেতাদের উদ্দেশে বিজিএমইএ’র খোলা চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৯

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ফলে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষিতে মার্কিন ক্রেতা, ব্র্যান্ড কোম্পানি, খুচরা বিক্রেতা এবং তাদের প্রতিনিধিদের কাছে একটি খোলা চিঠি লিখেছেন পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন।

রবিবার (৬ এপ্রিল) তিনি এই চিঠি ইস্যু করেন।

চিঠিতে বিজিএমইএ’র প্রশাসক মার্কিন ক্রেতাদের কাছে পরিস্থিতি মোকাবিলায় যেকোনও পরামর্শ ও মতামত কামনা করেছেন। তিনি বিশ্বাস করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব হবে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের পোশাক রফতানি মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় রফতানি গন্তব্য, যা দেশের মোট পোশাক রফতানির প্রায় এক-পঞ্চমাংশ। তাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ফলে বাংলাদেশি রফতানিকারকদের পাশাপাশি মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

বিজিএমইএ’র প্রশাসক আরও জানান, এই পাল্টা শুল্ক আরোপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই অপ্রত্যাশিত চ্যালেঞ্জ তৈরি করেছে। এর প্রভাব যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ব্যয় কাঠামো, সরবরাহ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সরকার এবং বেসরকারি খাত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা ইতোমধ্যে তাদের বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই শুল্কের প্রভাব মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন। বিজিএমইএ’র প্রশাসক অংশীদারদের ধৈর্য ও সহযোগিতার জন্য অনুরোধ জানান এবং উল্লেখ করেন, ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার কথা।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো যেভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের পোশাক খাতকে টেকসই ও সামাজিকভাবে দায়বদ্ধ খাতে রূপান্তরের জন্য পাশে রয়েছে, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা বিশ্বাস করি যে, পারস্পরিক প্রচেষ্টায় এই সংকট কাটিয়ে উঠতে পারবো।’

এই চিঠি বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ এবং মার্কিন ক্রেতাদের সঙ্গে সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
ট্রাম্পের কর বিল নিয়ে চূড়ান্ত ভোট আজ
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি