X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

২০০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে নবায়নযোগ্য উৎস থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ১৭:১৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৯:০৩

দুই বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে দেড় হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বাংলাদেশ সরকার ও চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) যৌথ উদ্যোগে দুটি সোলার পার্ক নির্মাণ করছে। এগুলো হলো—সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট এবং পাবনার সুজানগরে ৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সোলার পার্ক। দুটি প্রকল্পই বাস্তবায়নের পথে। এবার সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) ও ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আইএ) সই হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ছোট ছোট সোলার পার্ক তৈরি করে হলেও রিনিউয়েবল এনার্জির আওতায় আনার চেষ্টা করছি। কারণ, এর (রিনিউয়েবল এনার্জি) উৎপাদনে কোনও জ্বালানি খরচ হয় না, চার্জ লাগে না।

তিনি বলেন, বর্তমানে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার অপেক্ষায়। আগামী দুই বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, বিসিআরইসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ. এম. খোরশেদুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে মোট ৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে বিসিআরইসিএল যাত্রা শুরু করে। সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পটি বিসিআরইসিএলের আওতাধীন প্রথম বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বিসিআরইসিএল এবং কনসোর্টিয়াম অব প্যারিওশেন-ফেডি-সিনোহাইড্রো, চায়না'র মধ্যে এই প্রকল্পের ইপিসি চুক্তি সই হয়। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বিসিআরইসিএলের আওতায় পাবনা ৬৪ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের পিপিএ ও আইএ শিগগিরই সই হবে। এছাড়াও, বিসিআরইসিএলের আওতায় পায়রা ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসহ আরও বেশ কয়েকটি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নাধীন ও পরিকল্পনাধীন রয়েছে।

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘বিদ্যুতের অবকাঠামো ও সংযোগে অগ্রগতি হলেও গঠনগত সমস্যা রয়েছে’
নসরুল হামিদের ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
সর্বশেষ খবর
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি