রাজধানীর ধানমন্ডি-উলন গ্রিডে বিপর্যয় (ফেল) কেটে গেছে। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও এই গ্রিড লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বেলা ১২টা ৪৮ মিনিটে ধানমন্ডি-উলন গ্রিডে বিপর্যয় (ফেল) ঘটে। এতে সচিবালয় এবং গণভবনসহ ধানমন্ডির অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ৫ মিনিট পর এই দুই গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। কিন্তু এরপরও ধানমন্ডির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
পরে দেড়টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে বলে জানান বিকাশ দেওয়ান।
আরও পড়ুন: