ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ মঙ্গলবার (২৭ মে) চার ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সাভার ক্যান্টনমেন্টসহ আশেপাশের বেশ কিছু এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ২৭ মে (মঙ্গলবার) দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সাভার ক্যান্টনমেন্ট এবং নবীনগর থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার পূর্ব পাশে এবং নবীনগর হতে বংশী নদী পর্যন্ত এলাকায় ৮"× ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সাথে সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, সাভার এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।