X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গোপালগঞ্জে কোয়ারেন্টিনে থাকা ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ২৩:২৫আপডেট : ২৮ মার্চ ২০২০, ০০:৪৬

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে হোম কোয়ারেন্টিনে থাকা ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ওই নারী মারা যান। তিনি কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি ওই নারী ভারতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। গত ১০ মার্চ তিনি বাড়ি ফিরে এসে হোম কোয়ারেন্টিনে ছিলেন।

স্থানীয় সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রণব সরকার জানান, ওই নারী ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং ভারতে চিকিৎসা নিয়েছেন। ভারতের চিকিৎসকরা তার অবস্থা ভালো না বলে জানিয়ে দিয়েছিলেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ তিনি জানাতে পারেননি।

তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না। তবে অধিকতর সুরক্ষার জন্য পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, খবরটি শুনেছি। এ বিষয়ে আইইডিসিআরকে জানাবো।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, ওই নারী সদ্য ভারত থেকে দেশে ফেরেন। তিনি ক্যান্সারের শেষ স্টেজের রোগী ছিলেন। তবে অধিকতর সুরক্ষার জন্য ওই নারীর স্বজনরা যাতে ঘরের বাইরে যেতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যদ্রব্য প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হবে।

এদিকে, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে মোট ৫৭৭ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে ‘কিশোর গ্যাংয়ের’ ৮ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি