X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চিকিৎসার অভাবেই মৃত্যু হলো তাজরীনের আহত শ্রমিকের

সাভার প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২০:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২০:২০

শারমিন আক্তার আশুলিয়ার তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শারমিন আক্তার নামে অসুস্থ এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে দীর্ঘ আট বছর চিকিৎসার অভাবে তিনি অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছে নিহতের স্বজন ও শ্রমিক নেতারা। তাজরীনের শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে প্রেসক্লাবের সামনে টান ৭০ দিন অনশনেও যোগ দিয়েছিলেন তিনি। অসুস্থ হয়ে শারমিন বাড়ি ফিরে আসেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নিজ নানার বাড়িতে শারমিনের মৃত্যু হয়। নিহতের পরিবার ও স্থানীয় শ্রমিক নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। শারমিন তাজরীন ফ্যাশনের চতুর্থ তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। শারমিনের ১৩ ও ৮ বছরের দুই ছেলে রয়েছে। তার স্বামী আব্দুল করিম দিনমজুর। তিনি আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নানা সিরাজুল ইসলামের বাড়িতে থাকতেন।

নিহতের সহকর্মী নাছিমা আক্তার জানান, শারমিন ও তিনি তাজরীনের চার তলায় একই ফ্লোরে কাজ করতেন। ২৪ নভেম্বর আগুন লাগার পরপর ওই ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তখন শারমিন অসুস্থ হয়ে পড়ে। এরপর বেঁচে গেলেও সে অসুস্থ ছিল।

বাংলাদেশ গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের সাভার-আশুলিয়া শাখার সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ বলেন, ‘তাজরীন গার্মেন্টসে দুর্ঘটনার পর থেকেই শারমিন অসুস্থ ছিল। সে কোনও চিকিৎসা পায়নি। কোনও সাহায্য সহযোগিতাও পায়নি। মৃত্যুর খবর শুনে তার বাড়িতে এসেছি।’

নিহতের পরিবারের বরাত দিয়ে এই শ্রমিক নেতা আরও বলেন, ‘তাজরীনের এই শ্রমিক আট বছর ধরেই অসুস্থ ছিল। গত ৭০ দিনের বেশি সময় ধরে সে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীনের শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে অনশন করেছে। পরে সেখানে অসুস্থ হয়ে গেলে তার সহকর্মীরা তাকে আশুলিয়ায় বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর এলাকার লোকের কাছে ৫০ থেকে ১০০ টাকা সাহায্য নিয়ে তাকে চিকিৎসা করানো হয়। কিন্তু ভালো চিকিৎসা না পেয়ে সকালে শারমিনের মৃত্যু হয়।’

বিপ্লবী গার্মেন্ট-শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, ‘অত্যন্ত দুঃখজনক হলেও সত্য তাজরীনের আরও এক বোনকে হারালাম! চিকিৎসা ও আর্থিক সংকটের কারণেই তার মৃত্যু হয়েছে। কেন এই শ্রমিক বিনা চিকিৎসায় মারা গেল? কারখানা মালিক ও বিজিএমইএ-এর (তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন) কাছে আমরা জবাব চাই। ধিক্কার জানাই এই রকম মালিক ও বিজিএমইএ-এর প্রতি।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক