X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনার উদ্যোগ চীনের

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ১৪:৫১আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:০০

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের আলোচনার উদ্যোগ নিয়েছে চীন। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আলোচনা শুরু করেছিলেন চীন তা এগিয়ে নিতে চায়। বুধবার দক্ষিণ কোরিয়ায় গিয়ে এমনটাই আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীও বেইজিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনার উদ্যোগ চীনের

এশিয়া প্যাসিফিক অঞ্চলে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। অন্যদিকে কিম জং উনের উত্তর কোরিয়ার সঙ্গে কমিউনিস্ট চীনের যোগাযোগ রয়েছে বলে মনে করা হয়। ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্ক কখনোই খুব ভালো ছিল না।

এবার দৃশ্যত সম্পর্ক পুনরুদ্ধারে নেমেছে বেইজিং। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রথমে যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ বন্ধু জাপান এবং পরে দক্ষিণ কোরিয়ায় সফর করেন। দুই দেশেই তার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ওয়াং।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওয়াং। সেখানে ঠিক হয় উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণের যে আলোচনা শুরু হয়েছিল, তা এগিয়ে নিয়ে যাবে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও দক্ষিণ কোরিয়ায় যাবেন বলে ওয়াং জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, বৈঠকে পরমাণু অস্ত্র নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ করা গেলে গোটা অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে মত দিয়েছেন তিনি। চীনা পররাষ্ট্রমন্ত্রীও তার বক্তব্যে সম্মতি জানিয়েছেন এবং আলোচনার আশ্বাস দিয়েছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে তা এখনও শেষ হয়নি। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদল হতে চলেছে। এই পরিস্থিতিতে এশিয়ায় নিজের অবস্থান ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে বেইজিং। ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিজেদের সম্পর্ক ভালো করে নিতে চাইছে তারা।

উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার আলোচনায় চীন যদি মধ্যস্থতা করে তাহলে অঞ্চলটিতে চীনের আধিপত্য বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জো বাইডেন ক্ষমতায় এলে বিষয়টি কীভাবে দেখবেন, তা নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল