X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

৫৫ হাজার কোটি টাকার বন্ড লেনদেন হবে শেয়ার বাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ২২:৫৭আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:৫৭

ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজারে বিনিয়োগ বাড়াতে বন্ড লেনদেনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর্যন্ত পড়ে থাকা ৫৫ হাজার কোটি টাকার বন্ড বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের মাধ্যমে লেনদেন হবে। আগামী এক সপ্তাহের মধ্যে বন্ড লেনদেন সংক্রান্ত সব ধরনের আইনি জটিলতা নিরসনে করণীয় জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সরকারের ট্রেজারি বন্ডসহ সরকারি সিকিউরিটিজগুলোকে অতিসত্বর লেনদেনের জন্য সব আইনি জটিলতা দ্রুত নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, এবং সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডসহ সিকিউরিটিজগুলো পুঁজিবাজারে যাতে লেনদেন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।
ট্রেজারি বন্ডের লেনদেন চালুর মাধ্যমে দেশের শেয়ার বাজারে লেনদেনে বড় ইতিবাচক প্রভাব পড়বে বলে বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা মনে করেন। একইসঙ্গে ফিক্সড ইনকামের সিকিউরিটিজে বিনিয়োগে অনেকে আগ্রহী হবেন বলে ধারণা করছেন তারা।
জানা গেছে, শেয়ার বাজারে তালিকাভুক্ত ২২১টি সরকারি ট্রেজারি বন্ড রয়েছে। ২০০৪ সালে বাজারে সরকারি ট্রেজারি বন্ড তালিকাভুক্ত হয়। বর্তমানে বাজারে মোট ৪ মেয়াদের বন্ড রয়েছে। এগুলো হলো ৫ বছর, ১০ বছর, ১৫ বছর এবং ২০ বছর মেয়াদী বন্ড। প্রত্যেকটিরই অভিহিত মূল্য এক লাখ টাকা। কিন্তু তালিকাভুক্তির পর থেকে কোনও লেনদেন হয় না।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ