X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ‘নাগালের মধ্যেই' থাকছে?

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২০, ১৫:১২আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৫:১৭
image

এক নতুন গবেষণা অনুযায়ী, জাতিসংঘের প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যপূরণ ‘নাগালের’ মধ্যে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তাপমাত্রাভিত্তিক ওই বিশ্লেষণের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ‘নাগালের মধ্যেই' থাকছে?

২০১৫ সালে স্বাক্ষরিত জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তিতে ২১০০ সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ১ দশমিক ৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার অঙ্গীকার করা হয়েছিল। ‘ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার’ নামের একটি সংস্থা বলছে, চলতি শতাব্দী শেষ হওয়ার আগে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২.১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যাবে।

এক দশকেরও বেশি সময় ধরে ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের গবেষকরা দেশগুলোর সম্মিলিত কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে। জলবায়ু নিয়ে ২০০৯ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ব্যর্থ বৈঠকের পর ট্র্যাকার গ্রুপ হিসাব করে দেখে, এই শতাব্দী শেষ হওয়ার আগে বৈশ্বিক তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে এ বছর সেপ্টেম্বরে তারা জানায়, শতাব্দী শেষে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ২.৭ শতাংশে পৌঁছাতে পারে।

২০১৫ সালে সম্পাদিত প্যারিস জলবায়ু চুক্তি বিবেচনাযোগ্য ইতিবাচক প্রভাবের পথ উন্মোচন করে। আন্তর্জাতিক ওই চুক্তির ফলে বিভিন্ন দেশ ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসছে। ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার মনে করছে, সে কারণেই তাপমাত্রা বৃদ্ধির গতি কমেছে। ২১০০ সালে তা ২.১ ডিগ্রি ছাড়িয়ে যাবে না।

ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গেলেও নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার আগেই জানিয়েছেন, হোয়াইট হাউস তার দখলে এলে তিনি আবার প্যারিস চুক্তিতে প্রত্যাবর্তন করবেন। চীনসহ অন্যান্য দেশের ইতিবাচক ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের কার্বন পরিকল্পনার অঙ্গীকারকে সম্ভাবনা হিসেবে দেখছে ‘ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার’।

অবশ্য কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে স্বল্পমেয়াদী পরিকল্পনার সঙ্গে দীর্ঘমেয়াদী আশাবাদের মিল নেই বলে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

২০১৯ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে জাতিসংঘের দ্য ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অব ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর সম্মেলনে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার ওপর জোর দেওয়া হয়। আইপিসিসির সহসভাপতি অধ্যাপক জিম স্কেয়া সে সময় বলেন, তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারলে ব্যাপক উপকার পাওয়া যাবে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শক্তিব্যবস্থা, ভূমি ব্যবস্থাপনা ও যোগাযোগব্যবস্থায় পরিবর্তন ঘটানো যাবে।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক