X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মুক্তি পাওয়া ৫ নাবিক দেশে ফিরবেন আগামী সপ্তাহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৮:৪৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:০১

ইয়েমেন ইয়েমেনে উদ্ধার হওয়া পাঁচ বাংলাদেশি নাবিক আগামী সপ্তাহে ঢাকা আসবেন। বর্তমানে ইয়েমেনের সানায় একটি হোটেলে অবস্থান করছে তারা। আগামীকাল বৃহস্পতিবার এডেনে পৌঁছানোর পর ভারত হয়ে তারা বাংলাদেশে ফেরত আসবেন। নাবিকদের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশি এই নাবিকরা হলেন- মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ইউসুফ, রহিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর ও আবু তৈয়ব। তারা সবাই ওমানের মাছিরা নামে একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন।

এ বছরের প্রথমদিকে সৌদি আরবে যাওয়ার পথে ঘূর্ণিঝড়ের কবলে পড়লে ইয়েমেনের সুমদ্র সীমানায় ঢুকে পড়ে জাহাজটি। পরে হুতি কোস্টগার্ড তাদের ধরে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আটককৃতদের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে একটি ইমেইল করে তাদের বিষয়ে জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়।

তিনি বলেন, ‘কুয়েত ও ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সবার সঙ্গে যোগাযোগ করে নাবিকদের উদ্ধারের উদ্যোগ নেয়। পরবর্তীতে হুতিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হয়।’

এই কর্মকর্তা আরও জানান, বর্তমানে সানায় অবস্থানকারী নাবিকদের খাদ্য, বাসস্থান ও ফেরত আনার ব্যবস্থা করার জন্য কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পোস্ট

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। সাথে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।

৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে একজন আমার সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।

আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুইমাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থা এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌছাবেন বলে আশা করা যাচ্ছে।’

আরও পড়ুন- ৯ মাস ধরে বন্দি বাংলাদেশি ৫ নাবিকের মুক্তি

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক