X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

সাড়ে চার বছর ধরে চরাঞ্চলের জমি বিক্রি করা যাচ্ছে না

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ।
০৬ জানুয়ারি ২০২১, ১৯:২৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৯:২৪

 

‘বাপ-দাদার কাছ থেকে পাওয়া জমির মালিক হয়েও শুধু সরকারি নিষেধাজ্ঞার কারণে বিক্রি করতে পারতাছি না, অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারতাছি না। চলাফেলা করতে না পারায় ঘরে বইসে থাকতে থাকতে দিন দিন শরীরটা খারাপ হইয়া যাইতাছে। হাত-পা অবশ হওয়ার আগে অন্যের জমিতে কামলা দিয়ে যে টাকা পাইছি, তাই দিয়ে পোলা-মাইয়া নিয়ে কোনোমতে সংসারটা চালাইছি। কাম-কাজ করবার না পারায় মানুষের কাছ থেকে সাহায্য ও ধার কইরা এখন খুব কষ্টে সংসার চলতাছে, ওষুধপত্র কিনমু কী দিয়া।’ মনে খুব কষ্ট নিয়ে এই কথাগুলো বলছিলেন ময়মনসিংহ সদরের চর গোবিন্দপুর গ্রামের কৃষি শ্রমিক মোস্তফা হোসেন(৫৫)।

গত ছয় মাস আগে হঠাৎ স্ট্রোক করলে মোস্তফার বাম হাত ও পা অবশ হয়ে যায়। প্রতিবেশীর কাছ থেকে সুদে টাকা নিয়ে ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু করে। দামি ওষুধ কেনা ও ফিজিওথেরাপি করানোর জন্য বেশকিছু টাকার প্রয়োজন হয়। পরে বাপ-দাদার কাছ থেকে পাওয়া ১০ শতাংশ জমি বিক্রির কথা ভাবেন মোস্তফরা পরিবার। কিন্তু ময়মনসিংহ বিভাগীয় অফিস করতে অধিগ্রহণের নামে জমি বেচাবিক্রি বন্ধের নির্দেশ থাকায় মোস্তফা তার পৈতৃক জমি বিক্রি করতে পারেনি চিকিৎসার জন্য। এরপর থেকে অর্থের অভাবে বিনা চিকিৎসায় ঘরে পড়ে থেকে শরীরের অবনিত হচ্ছে। মোস্তফা আরও জানায়, প্রায় সাড়ে ৪ বছর ধরে ৮টি মৌজায় জমি বিক্রি বন্ধের নির্দেশের কারণে নিজের পৈতৃক জমি বিক্রি করতে না পেরে চিকিৎসা করাতে পারছেন না।

শুধু মোস্তফা না, চরাঞ্চলের ৮টি মৌজার হাজার হাজার কৃষক তার প্রয়োজনে জমি বেচাবিক্রি করতে পারছেন না। অধিগ্রহণের নামে এই ধরনের নির্দেশনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। একই গ্রামের মোবারক সরকার জানান, গ্রামের মানুষ মেয়ে-ছেলের বিয়ে, তাদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসার প্রয়োজনে জমি বিক্রি করে থাকে। বিভাগীয় অফিস করতে অধিগ্রহণের নামে প্রায় সাড়ে ৪ বছর ধরে জমি বেচাবিক্রি বন্ধ রাখায় চরের কৃষকরা চরমভাবে বেকায়দায় পরেছেন। এ ধরনের নির্দেশনা থেকে কবে নাগাদ মুক্তি পাবেন জানেননা তারা।

স্থানীয় শিক্ষক জহিরুল হক জানান, চিকিৎসা করাতে সময়মতো জমি বিক্রি করতে না পেরে বিনা চিকিৎসায় অনেকেই মারা গেছেন। চিকিৎসার অভাবে অনেকে ঘরে শয্যাশায়ী আছেন। গরিব কৃষকদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে দ্রুত জমি বিক্রি বন্ধের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

ময়মনসিংহ জেলা ভূমি অধিগ্রহণ কার্যালয়ের তথ্য মতে, ময়মনসিংহ বিভাগ হওয়ার পরে বিভাগীয় কার্যালয়ের ৪৩৮৮ একর জমি অধিগ্রহণের জন্য গত ১৭ আগস্ট ২০১৬ সালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ময়মনসিংহ সদরের চরাঞ্চলের ৮টি মৌজার জমি বিক্রি বন্ধের নির্দেশ দেন। এরপর থেকেই চর ঈশ্বরদিয়া, চর সেহড়া, গোবিন্দপুর, জেল খানার চর, পাড়া লক্ষী আলগী, দুর্গাপুর, চর ভবানীপুর ও টাউন এই ৮টি মৌজার জমি বিক্রি করতে পারছেন না কৃষকরা।

জেলা ভারপ্রাপ্ত ভূমি অধিগ্রহণ অফিসার ফৌজিয়া নাজনীন জানান, চরাঞ্চলের কৃষকদের আন্দোলনের পরে পূর্বের ৪৩৮৮ একর জমির পরিবর্তে সরকার ৯৪৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এরমধ্যে কৃষকদের কাছ থেকে ৮০২ দশমিক ৫৭৪ একর জমি এবং বাকিটা সরকারি খাস জমি নেওয়া হবে। জমি অধিগ্রহণের জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে।

তিনি আরও জানান, জমি অধিগ্রহণের প্রস্তুতি হিসেবে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফোজাল ডিপিপি এবং টেকনিক্যাল এসিস্ট্যান্ট প্রেজেক্ট প্রোফোজাল টিএপিপির কাজ চলছে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জন্য ব্রহ্মপুত্র র্পূবপাড়ের চরাঞ্চলের বেশ কয়েকটি মৌজা থেকে জমি অধিগ্রহণের জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে। সরকারের অনুমোদন পেলে অধিগ্রহণ কাজ শুরু হবে।

তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্তের পরই জমি অধিগ্রহণের নির্ধারিত এলাকার বাইরে ৮টি মৌজা থেকে জমি বেচাবিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, হায়দরাবাদের বিদায় 
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, হায়দরাবাদের বিদায় 
পর্দা নিয়ে শিক্ষিকার ফেসবুক পোস্টের জেরে সালিশ ডেকে ক্ষমা প্রার্থনা
পর্দা নিয়ে শিক্ষিকার ফেসবুক পোস্টের জেরে সালিশ ডেকে ক্ষমা প্রার্থনা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ