X
শনিবার, ১৭ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

নারীর স্নানদৃশ্য ধারণের অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২২:০০আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২২:১২

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরা দিয়ে বাসার মালিকের মেয়ের স্নানদৃশ্য ধারণ করার অভিযোগে হিমেল সিকদার (২৩) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু এ তথ্যটি নিশ্চিত করেছেন।

হিমেল উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও থলপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বুধবার (২০ জানুয়ারি) রাতে তার কাছ থেকে এসব অনৈতিক ভিডিও উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় জানান, প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে করে ছাত্রলীগ নেতা হিমেল সিকদার। তবে তার পরিবার বিয়ে মেনে না নেওয়ায় মির্জাপুরের একটি মহল্লায় বাসা ভাড়া করে থাকতো। বিবাহিত হলেও আচরণগত সমস্যা ছিল তার। সুযোগ পেয়ে গোপন ক্যামেরা দিয়ে বিভিন্ন দিনে বাসার মালিকের মেয়ের একাধিক স্নানদৃশ্য ধারণ করে সে। গোপনে এ অপকর্ম করলেও পাশের কক্ষের ভাড়াটের ঘরে ক্যামেরা বসাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। এরপর ওই ভাড়াটে এবং বাসার মালিক তাকে আটকে জেরা করলে ক্যামেরা বসানোর কথা স্বীকার করে সে। এরপর তার মোবাইল সার্চ করে এসব ভিডিও উদ্ধার হয়। এ ঘটনায় বৃহস্পতিবার গৃহকর্ত্রী তার নামে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান বলেন, ‘হিমেলকে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে।’

ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, ‘এ ঘটনায় বাসার মালিকের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত হিমেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হিমেল ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার মোবাইল ফোন ও গোপন ক্যামেরা জব্দ করা হয়েছে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন