X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ১১:০২আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১১:০২

চাঁপাইনবাবগঞ্জ রহনপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মতিরউর রহমান খানকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাসের বিরুদ্ধে। শুক্রবার (২২ জানুয়ারি) গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মতিউর রহমান খান। এসময় তিনি হত্যার হুমকি দেওয়ার কথপোকথনের মোবাইল অডিও ক্লিপ সাংবাদিকদের সরবরাহ করেন।  
মতিউর রহমান খান লিখিত বক্তব্যে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই প্রার্থিতা প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস চাপ দিয়ে আসছেন। ১১ জানুয়ারি দুই দফা মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকি দেন।

গোলাম রাব্বানী বলেন, ‘আমি তো মেয়র হবোই, তোকে মেরে ফেলে হলেও মেয়র হবো।’ শুধু তাই নয় মতিউর রহমান খানের কর্মী-সমর্থকদেরও প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান তিনি। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাসহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান মতিউর রহমান খান।
৩০ জানুয়ারি তৃতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে গোলাম রাব্বানী বিশ্বাস বলেন, ‘এগুলো মিথ্যা কথা। সে কীভাবে অডিও করেছে তা আমার জানা নেই। বিদ্রোহী প্রার্থী  হওয়ায় আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করায় সে প্রতিহিংসা বশত এসব কথাবার্তা বলছে।’ 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!