X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

৫ ঘণ্টা পর দিনাজপুর থেকে সব রুটে যান চলাচল শুরু

দিনাজপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ১৫:৩০আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৫:৪০

প্রশাসনের ন্যায় বিচারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৫ ঘণ্টা পর দিনাজপুর থেকে সকল রুটে পুনরায় যানচলাচল শুরু হয়েছে।
আজ শনিবার দুপুর ২ টা থেকে এই যানচলাচল শুরু হয়। এর আগে পুলিশ কর্তৃক বাসচালককে মারধর করার অভিযোগ এনে এর প্রতিবাদে সকাল ৯ টা থেকে সকল রুটে যানচলাচল বন্ধ করে দিয়েছিল শ্রমিকরা। এ সময় তারা রাস্তায় বিক্ষোভ কর্মসূচিও পালন করে।

দিনাজপুরের কয়েকজন বাস শ্রমিক জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় নুসরাত পরিবহনের একটি বাস রিজার্ভ যাত্রী নিয়ে ভিন্ন জগতের যাওয়ার পথে চাম্পাতলী এলাকায় পেছনে থাকা পুলিশের পিকআপ ভ্যানকে সাইড দিতে খানিকটা দেরি করে। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ লাঠি দিয়ে নুসরাত পরিবহনের চালক হযরত আলীকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে ওই চালক গুরুতর আহত হন। তার আহত হওয়ার খবরটি টার্মিনালসহ বাস শ্রমিক সংগঠনগুলোর মাঝে ছড়িয়ে পড়ায় শ্রমিকরা প্রতিবাদ শুরু করে এবং টার্মিনাল এলাকায় মহাসড়কের ওপর এলোপাতাড়িভাবে যানবাহন রেখে অবরোধ ও বিক্ষোভ করতে থাকে। এসময় দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নুর আলম শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তার নেতৃত্বে পুলিশের একটি দল শান্ত করার চেষ্টা করে এবং অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। পরে শ্রমিকদের সঙ্গে সন্ধ্যায় পুলিশ আলোচনায় বসবে এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে এবং দুপুর ২ টা থেকে পুনরায় সকল রুটে যানচলাচল স্বাভাবিক হয়। এদিকে হঠাৎ করেই যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন শতশত যাত্রী।

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. রফিক বলেন, আলোচনার মাধ্যমে চালককে মারধোরের বিষয়টি সমাধান হবে এবং সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিয়ে দিনাজপুর কোতয়ালী থানায় বসা হবে বলে পুলিশ জানিয়েছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পুনরায় যানচলাচল শুরু করা হয়েছে।
যানচলাচল শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। দুপুর ২ টা থেকেই যানচলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
লিবিয়ায় নিরাপত্তা সংকট: প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ
লিবিয়ায় নিরাপত্তা সংকট: প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র