X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় জঙ্গি আস্তানা: বাড়ির মালিকের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

কুমিল্লা প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১৯:৪০আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৯:৪৯

কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ীর জঙ্গি আস্তানাটি ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়ির মালিকের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হাতে আটক এক জঙ্গির তথ্যের ভিত্তিতেই ওই বাড়িতে জঙ্গিদের অব্স্থান নিশ্চিত হওয়া গেছে। জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হাসান।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, জঙ্গি আস্তানা হিসেবে ঘিরে রাখা বাড়িটির মালিক দেলোয়ার হোসেন। তিনি পেশায় পিকআপ ড্রাইভার। আগে তিনি সৌদি আরবে ছিলেন। তার ভাই সাদ্দাম হোসেনকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সূত্র জানায়, ঘিরে রাখা জঙ্গি আস্তানার আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকা থেকে সিটিটিসি সদস্যরা পৌঁছানোর পর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে কুমিল্লায় উপস্থিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত কোনও ধরনের অভিযান চালানো হবে না।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থান থেকে আটক করা জঙ্গিদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই কুমিল্লার জঙ্গিদের খোঁজ পেয়েছি।’ তিনতলা ভবনটির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন-

ভোটের আগে কুমিল্লার জঙ্গি আস্তানায় কোনও অভিযান নয়: সিইসি

‘কুমিল্লার আস্তানায় বিস্ফোরক নিয়ে এক জঙ্গির অবস্থান’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ