X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

সোয়াতের অপেক্ষায় সাভারের ‘জঙ্গি আস্তানা’র অভিযান

সাভার প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১০:০০আপডেট : ২৭ মে ২০১৭, ১০:১১

সাভারে অভিযানের জন্য প্রস্তুত পুলিশ সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালানোর জন্য ঢাকা থেকে রওনা দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত টিম। সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোয়াত টিম ঘটনাস্থলে পৌঁছালেই অভিযান শুরু হবে।’ শুক্রবার (২৬ মে) সন্ধ্যার পর থেকে নামাগেন্ডা এলাকার ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশের বিশেষ একটি দল।
এএসপি মাহবুবুর রহমান বলেন, ‘গতকাল (শুক্রবার) রাত থেকেই নামাগেন্ডা এলাকার সাকিব নামে একজনের ছয় তলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের বিশেষ দল। ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে বোমা তৈরির সরঞ্জামসহ বিস্ফোরক দ্রব্য রয়েছে।’
এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নামাগেন্ডা এলাকার আনোয়ারের পাঁচ তলা একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর পরপরই পুলিশের দলটি ওই বাড়ি থেকে দুইশ গজ দূরে সাকিবের বাড়িতে অভিযান শুরু করে। এসময় তারা সাকিবের ছয় তলা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় অভিযান চালায়। বাড়িটির দু’টি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা করছেন পুলিশের সদস্যরা। এছাড়াও বাড়িটিতে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য রয়েছে বলেও জানায় পুলিশ।
সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা পাঁচ তলা বাড়ি ভবনটির পাশ থেকে জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় সংবাদকর্মীদের ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, তাদের কাছে তথ্য ছিল পাঁচজন পুরুষ ও তিন জন নারীসহ অন্তত আট জন নব্য জেএমবির একটি দল এই এলাকার বিভিন্ন বাড়ি ভাড়া নিয়ে অবস্থান করছিল। তবে সবাই গা ঢাকা দিয়ে আশ-পাশেই অবস্থান করছে।
অভিযান পরিচালনাকারী একজন কর্মকর্তা জানান, জেএমবি সদস্যদের মধ্যে একজনের নাম কামাল ওরফে ট্যাগড়া কামাল। তার বাড়ি সিলেটে। বাকি সদস্যদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন পেশায় ডিপ্লোমা প্রকৌশলী। জঙ্গিরা প্রথমদিকে গেন্ডা এলাকার আবদুল হালিমের বাড়ির আটটি রুম ভাড়া নিয়ে কসমেটিক্স কারখানা দিয়েছিল। পরে ওই বাড়ি বদল করে দুই মাস আগে একই এলাকার সাকিব নামে আরেকজনের বাড়ি ভাড়া নেয়। কসমেটিক্স কারখানার দুই কর্মচারী থাকতেন সাকিবের বাড়ির পাশেই জরিনা নামে আরেকজনের বাসায়। কর্মচারী দুইজনের মধ্যে একজনের নাম নাসিম বলে জানা গেছে। সিটিটিসির অভিযানের আগেই তারা সবাই পালিয়ে গেছে।

আরও পড়ুন-

‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী ও দুই শিশু উদ্ধার

পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সাভারে কয়েকটি বাড়ি ঘেরাও, সকালে অভিযান

/এসএমএন/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রানী হামিদকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন আলো
রানী হামিদকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন আলো
আদালতে অসুস্থ হয়ে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার
আদালতে অসুস্থ হয়ে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার
ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা
ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা
ডোনাল্ড লু দূরের মানুষ, আমরা শঙ্কিত দেশ নিয়ে: নজরুল ইসলাম খান
ডোনাল্ড লু দূরের মানুষ, আমরা শঙ্কিত দেশ নিয়ে: নজরুল ইসলাম খান
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?