X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজের বিয়ে বন্ধ করলো পঞ্চম শেণির ছাত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ০৮:৩২আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ০৮:৩৯

নিজের বাল্য বিয়ে ঠেকালো পঞ্চম শ্রেণির ছাত্রী কালীগঞ্জ পৌরসভার পশু হাসপাতাল পাড়ার পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী শাপলা  নিজেই তার বিয়ে রুখে দিয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তা নিয়ে বিয়ে বন্ধ করে।
এলকাবাসী জানায়, বাবা-মা মেধাবী ছাত্রী শাপলার বিয়ে দেওয়ার চেষ্টা চালান।  এ অবস্থায় বুধবার সকালে সে নিজেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়।  সেখানে গিয়ে নির্বাহী অফিসারকে বলে— ‘স্যার, আমি কালীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। আমার বিয়ের বয়স হয়নি। আমার মা বাবাসহ পরিবারের লোকজন জোর করে আমাকে বিয়ের দিচ্ছে। আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। আমার বাল্য বিয়ে আপনি ঠেকান।’

পরে কিশোরীর বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিশুটির বাবা-মাকে বুঝিয়ে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন। শাপলা খাতুন কালীগঞ্জ পৌরসভার পশু হাসপাতাল পাড়ার আমিরুল ইসলামের মেয়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান বাল্য বিয়ে আয়োজন ভেস্তে দিলেন ইউএনও ছাদেকুর রহমান বলেন, ‘মেয়েটি বাল্য বিয়ে বন্ধ করার জন্য আমার কাছে আসে। এরপর বুধবার সকালে মেয়েটির বাড়িতে লোক মারফত খবর দিলে তার মা আমার অফিসে আসেন। তাদের বুঝিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। মেয়েটি লেখাপাড়া করতে চায়। সমাজের অন্য মেয়েরা যদি এভাবে বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে একদিন এ উপজেলা বাল্য বিয়েমুক্ত হবে।’

এদিকে, ঝিনাইদহের কালীগঞ্জে বাল্য বিয়ের আয়োজন করায় মেয়ের পিতা জাকারুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এ জরিমানা করেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার কমলাপুর গ্রামের জাকারুল ইসলামের মেয়ে ও স্থানীয় সুন্দরপুর-দুর্গাপুর আলীম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীকে একই উপজেলার দুধরাজপুর গ্রামের আতর আলীর ছেলে মাছুমের (২২) সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল।

এ খবর পেয়ে সেখানে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ছাত্রীর পিতাকে এক হাজার জরিমানা করা হয়। বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে দেওয়া যাবে না মর্মে মেয়ের অভিভাবককের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান বলেন, ‘বাল্য বিয়ের গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে মোবাইল কোর্টে ছাত্রীর পিতা জাকারুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, সুন্দরপুর, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, ইউপি সদস্য ফয়জুল্লাহ মাহমুদ ও তৌহিদুর রহমান। 

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
মাধ্যমিকে ছেলেরা কেন পিছিয়ে?
মাধ্যমিকে ছেলেরা কেন পিছিয়ে?
‘কমলা ভাসিন অ্যাওয়ার্ডের’ জন্য আবেদকারীদের দৃষ্টি আকর্ষণ
‘কমলা ভাসিন অ্যাওয়ার্ডের’ জন্য আবেদকারীদের দৃষ্টি আকর্ষণ
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার