X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

খুলনায় জনপ্রিয় হচ্ছে কাঁকড়া চাষ

খুলনা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৭:১২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৭:১৯

সুন্দরবনের কাঁকড়ার ব্যাপক চাহিদা বিশ্ব বাজারে (ফাইল ফটো) খুলনা অঞ্চলে কাঁকড়া চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। সুন্দরবন থেকে আহরণ করা ছোট কাঁকড়া চাষের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ফলে দেশের  কাঁকড়ার চাহিদা মেটানোর পাশাপাশি এগুলো তারা রফতানিও করছেন। এতে নিজেরা তো লাভবান হচ্ছেন, সঙ্গে দেশের রাজস্ব আয়ও বাড়ছে। সম্ভবনাময় এ খাতকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, সুন্দরবনের ৪শটি নদী ও খাল ২৯০ প্রজাতির মাছের আবাসস্থলে পরিণত হযেছে। ফেব্রুয়ারি মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এ কারণে মার্চ থেকে জানুয়ারি মাস পর্যন্ত বনজীবীরা অনুমতি নিয়ে সুন্দরবন থেকে কাঁকড়া আহরণ করেন। কিন্ত আহরণকৃত ছোট আকৃতির এই কাঁকড়া রফতানি অনুপযোগী। ফলে চাষের মাধ্যমে আকৃতি বড় করে রফতানির উপযোগী করে তুলছেন চাষিরা।

কয়রার কাঁকড়া চাষি আজমল হোসেন বলেন, ‘সুন্দরবনের খাল বিলে প্রচুর কাঁকড়া পাওয়া যায়। কিন্তু তা সরাসরি রফতানিযোগ্য নয়। সুন্দরবন থেকে রফতানিযোগ্য কাকড়া পেতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হয়। সে জন্য গভীর বনে যেতে হয়, যা ঝুঁকিপূর্ণ। কিন্তু সুন্দরবন থেকে ছোট ছোট কাঁকড়া সংগ্রহ করে চাষের মাধ্যমে বড় করে সহজেই রফতানিযোগ্য করা যাচ্ছে। যা এলাকায় ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে।’

এ সময় তিনি সুন্দরবন থেকে কাঁকড়া আহরণ প্রক্রিয়াকে আরও সহজ করার দাবি জানান।

সুন্দরবন পশ্চিম বিভাগের সদ্য বিদায়ী বন কর্মকর্তা মো. সাইদ আলী বলেন, ‘রফতানিযোগ্য কাঁকড়া সুন্দরবন থেকে আহরণেলর ওপর র্নিভরশীলতা কমিয়ে ছোট কাঁকড়া চাষের মাধ্যমে রফতানী উপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০১৫-২০১৬ অর্থ বছরে সুন্দরবনের পশ্চিম বিভাগ থেকে বনজীবীরা অনুমতি নিয়ে ৮ হাজার ৭০৪ কুইন্টাল কাঁকড়া আহরণ করেন। কিন্ত সম্ভবনাময় কাঁকড়ার রফতানি বাড়াতে বিশ্বের নতুন নতুন কাঁকড়ার বাজার সম্প্রসারণ করতে হবে।

খুলনা মৎস্য অধিদফতরের উপ-পরিচালক প্রফুল্ল কুমার সরকার বলেন, ‘জীবিত ও হিমায়িত খাদ্য হিসেবে বিদেশে কাঁকড়া রফতানি করা হয়। সে কারণে এ সম্ভবনা কাজে লাগাতে হলে প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমিয়ে কাঁকড়ার চাষ বাড়াতে হবে। পাশাপাশি হ্যাচারির মাধ্যমে কাঁকড়ার বাচ্চা উৎপাদন করতে হবে।’

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, ‘অর্থনীতির বিষয়টি বিবেচনায় নিয়ে কাঁকড়া চাষ সম্প্রসারণের জন্য পোনা উৎপাদনের কথা ভাবছে সরকার।’

খুলনার অর্থনীতিবিদ অধ্যাপক আনোয়রুল কাদির বলেন, ‘বিশ্বে কাঁকড়ার বাজার এখন ঊর্ধমুখী। সে কারণে চাষের মাধ্যমে কাঁকড়া বাণিজ্যিকভাবে রফতানির উপযোগী করে তোলা উচিত।’

আরও পড়ুন: 

‘শান্তি-নিরাপত্তায় বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে’

রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রধানমন্ত্রীকে উদ্বুদ্ধ করেছিলেন শেখ রেহানা

 

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে