বরিশালের আগৈলঝাড়ায় ইরি ব্লকের সেচ পাম্পের শ্যালো থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বাপেক্স ও পেট্রোবাংলাকে পরীক্ষা নিরীক্ষা ও গ্যাস অনুসন্ধানে চিঠি পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলার গৈলা ইউনিয়নের বড়ইতলা গ্রামের ইদ্রিস সরদারের বাড়ির পশ্চিম পাশে ইরি ব্লকে পানি সেচ দেওয়ার জন্য শ্যালো সেচ পাম্প স্থাপন করেন ব্লক ম্যানেজার স্থানীয় বাবুল সরদারসহ অপর তিন ব্লক ম্যানেজার। ১২০ ফুট গভীরে যাওয়ার পর সেচ পাম্প দিয়ে পানি তোলার জন্য শ্যালো মেশিন চালু করলে পানির সঙ্গে গ্যাসের গন্ধ বের হতে শুরু করে। মেশিনে পর্যাপ্ত পানি না ওঠায় ও চারপাশে গন্ধের কারণে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে সেচ পাম্পের পানিতে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরালে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠায় সেখানে গ্যাসের অবস্থান নিশ্চিত হন তারা। পানির সঙ্গে গ্যাস ওঠার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, ‘বিষয়টি পরীক্ষা নিরীক্ষা ও অনুসন্ধানের জন্য বাপেক্স ও পেট্রোবাংলাকে চিঠি পাঠানো হয়েছে। তারা শিগগিরই এলাকা পরিদর্শন করবেন বলে আশা করি।’