X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাকসু নির্বাচন: ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের দাবি ছাত্রমৈত্রীর

রাবি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৬

রাবি কর্তৃপক্ষের সঙ্গে ছাত্র মৈত্রীর বৈঠক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নসহ ১০ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রাকসু সংলাপ কমিটির সঙ্গে বৈঠকে তারা এ দাবি জানান।

অন্য দাবিগুলো হলো-পরিবেশ পরিষদ গঠন করে ক্যাম্পাস ও হলগুলোতে সহাবস্থান নিশ্চিত, আবাসিক হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপন, বিশেষ কোনও রাজনৈতিক দলকে সুবিধা প্রদান না করা, রাজনৈতিকভাবে বির্তকিত নয় এমন শিক্ষকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা, ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া, নির্বাচনকালীন এবং তার পরবর্তী সময় সাধারণ শিক্ষার্থীদের পুলিশি হয়রানি না করা, ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনকে সভা- সেমিনার-মিছিল-মিটিং করার সমান সুযোগ দেওয়া, ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিরাপদ পরিবেশ তৈরি, অনিবন্ধিত রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলোকে নির্বাচনের বাইরে রাখা।

সংলাপ কমিটি সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে প্রক্টর দফতরে সংলাপ শুরু হয়। এতে ছাত্রমৈত্রীর পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক জাকির হোসেন এবং প্রশসনের পক্ষ থেকে সংলাপ কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। ঘণ্টাব্যাপী এই সংলাপে তারা রাকসু নির্বাচনের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন। রাবি কর্তৃপক্ষের সঙ্গে ছাত্র মৈত্রীর বৈঠক

জানতে চাইলে ছাত্রমৈত্রীর আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘সুষ্ঠুভাবে রাকসু নির্বাচনের স্বার্থে আমরা ১০ দফা দাবি জানিয়েছি সংলাপ কমিটির কাছে। তারা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

সংলাপ কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘তাদের ১০ দফা দাবির মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা এবং নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যেন হয়রানি না করা হয় এই দুটি দাবি ছাড়া বাকিগুলো ছাত্র ফেডারেশনের সঙ্গে মিল রয়েছে। আমরা বলেছি ছবিসহ ভোটার তালিকার বিষয়টি আমরা ভেবে দেখবো। হয়রানি না করার বিষয়টি পুলিশ রয়েছে, তারা দেখবে।’

প্রসঙ্গত, রাকসু নির্বাচন নিয়ে সংলাপে বসার জন্য ক্যাম্পাসের ক্রিয়াশীল ও নিবন্ধিত ১০টি সংগঠন তাদের গঠনতন্ত্র জমা দেয়। এরই ধারাবাহিকতায় ছাত্র ফেডারেশনের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু হলো। এরপরে আগামী ১৭ ও ২০ ফেব্রুয়ারি যথাক্রমে বিপ্লবী ছাত্রমৈত্রী ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠকে কথা রয়েছে জানিয়েছেন প্রক্টর।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ