X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করলে এলাকা আলোকিত হয়: অধ্যাপক আবদুল মান্নান

জামালপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ০৬:৫৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০৭:০৩

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে একটি এলাকা আলোকিত হয়ে উঠে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। তিনি বলেছেন, ‌‘শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করলে এলাকা আলোকিত হয়। শিক্ষা হচ্ছে আলো, শিক্ষা বলতে প্রকৃত শিক্ষার অভাবে মানুষ অন্ধকারাচ্ছন্ন থাকে। একটি শিক্ষা প্রতিষ্ঠান মানে আলোর হারিকেনঅ তাই শিক্ষার হার যত বাড়বে, আলোর ব্যাপ্তিও বাড়বে।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ, তোমাদের পদচিহ্ন অনুসরণ করেই পরবর্তী প্রজন্ম এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে, তাই তোমাদের দায়িত্বও বেশী। জ্ঞানের যে আলয় তা হলো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হলো উন্মুক্ত জ্ঞান ও মত প্রকাশের জায়গা।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অতিথিরা শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজের অধ্যক্ষ সহিদুর রহমান খান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক আহমেদ কবীর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মাহবুবুর রহমান। পরে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর হাতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?