X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের নিরাপত্তা বিধানে সরকার নিরলসভাবে কাজ করছে: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
০১ মে ২০১৯, ২০:৪১আপডেট : ০১ মে ২০১৯, ২১:৫৩

শ্রমিকদের নিরাপত্তা বিধানে সরকার নিরলসভাবে কাজ করছে: কাজী নাবিল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ কোটি মানুষের খাদ্যের সংস্থানের মতো অসাধ্য সাধন করেছেন বলে জানিয়েছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেছেন, ‘তার (প্রধানমন্ত্রীর) সুদৃঢ় নেতৃত্বের কারণে উন্নয়নের অগ্রসৈনিক দেশের কৃষক-শ্রমিকের সুরক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব হয়েছে। দেশের পাটশিল্প, পোশাকশিল্প, হিমায়িত খাদ্যশিল্পসহ সব সেক্টর, এমনকি দেশের বাইরেও আমাদের শ্রমিকরা সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। দেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি ও বিদেশে তাদের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।’

বুধবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন কাজী নাবিল আহমেদ। বিকালে যশোর শহরের মণিহার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কাজী নাবিল আহমেদ আরও বলেন, ‘আমরা চাই দেশের মানুষ শান্তিতে জীবিকা নির্বাহ ও বসবাস করুক। জননেত্রী শেখ হাসিনার দুর্বার নেতৃত্বে আওয়ামী লীগ সেই কাজটিই সুচারুরূপে সম্পন্ন করছে। সে কারণে অনুন্নত দেশ থেকে আজ আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছি। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হতে পারবো।’

পদ্মা সেতু হলে খুলনাঞ্চল দেশের তৃতীয় অর্থনৈতিক জোন হবে উল্লেখ করে কাজী নাবিল আহমেদ বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের পরে এই অঞ্চলে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের বিশালসংখ্যক যুবসমাজের কাজের ক্ষেত্র তৈরিতে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন।’

গত দশ বছরে সারাদেশের উন্নয়নের পাশাপাশি যশোরেও বেশ কয়েকটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যশোরবাসীর প্রাণের দাবি ভৈরব নদ সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা কাজ শুরু করেছি। শহরকে বাসযোগ্য করতে আমরা সবাই পরিশ্রম করছি। যশোরের বিভিন্ন সেক্টরে শ্রমিকদের কিছু সমস্যা রয়েছে। আমরা তাদের সেসব সমস্যার কথা শুনেছি এবং ধীরে ধীরে সেগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ যশোর জেলার সহ-সভাপতি মুজিবুল হক। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার সাবেক মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল প্রমুখ।

/এনআই/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজের সাজা অন্যকে দিয়ে খাটানো সেই যুবলীগ নেতা কারাগারে
নিজের সাজা অন্যকে দিয়ে খাটানো সেই যুবলীগ নেতা কারাগারে
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৩
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’